সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোববার রাতে পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একদিনে হাই প্রোফাইল দুই বৈঠকের পর মনে করা হচ্ছিল উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েই বৈঠক ছিল। যদিও সমাজমাধ্য়মে গুঞ্জন—জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফেরাতেই আলোচনা হয়েছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে।
সোমবার জানা গিয়েছে যে শাহ জম্মু ও কাশ্মীরের কিছু নেতার পাশাপাশি রাজ্যের পূর্বতন বিজেপি প্রধানের সঙ্গেও বৈঠক সেরে ফেলেছেন। সূত্রের খবর, মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদি এনডিএ সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, বছর ছয়েক আগে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে উপত্যকার রাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছিল বিজেপি সরকার। জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে আলাদা দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছিল। ৫ আগস্ট ৩৭০ ধারা বাতিল হয়েছিল। ৩৭০ বাতিলের বার্ষিকীর আগে মুর্মুর জোড়া বৈঠকের কারণেই জল্পনা বেড়েছে।
রবিবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে মোদির সঙ্গে বৈঠক সারেন দ্রৌপদী মুর্মু। পরে অমিত শাহের সঙ্গেও পৃথক ভাবে বৈঠক করেন তিনি। তবে দুই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আসেনি। যদিও রাষ্ট্রপতি ভবনের তরফে সোশাল মিডিয়ায় উভয় বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে মোদি-মুর্মুর ছবির ক্যাপশানে লেখা হয়েছে “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন।” একইভাবে শাহ-মুর্মু বৈঠকের ছবি ক্যাপশানে লেখা হয়েছে—“কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করলেন।”
নতুন উপরাষ্ট্রপতি বাছাই ঘিরে গুঞ্জনের মাঝে এই বৈঠক যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই সংসদের বাদল অধিবেশনে গত মঙ্গল এবং বুধবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনাও হয়েছে। সেখানে মোদি এবং শাহ দু’জনেই নিজেদের বক্তব্য পেশ করেছিলেন। বিরোধীদের কড়া প্রশ্নের মুখেও পড়েন তাঁরা। বিহার-সহ গোটা দেশে নিবিড় সমীক্ষা নিয়েও বিরোধী দলগুলির চাপে রয়েছে কেন্দ্রের শাসক দল। এই আবহে রবিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে মুর্মুর সঙ্গে আলাদা ভাবে সাক্ষাৎ করলেন মোদি এবং শাহ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.