সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি। আসনরফায় সন্তুষ্ট হতে না পেরে বিহারে একা লড়াই করার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া জোটের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিহারে ৬টি আসনে লড়বে জেএমএম। শনিবার সিদ্ধান্ত ঘোষণা করেছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা সুপ্রিয় ভট্টাচার্য।
শনিবার বিহারে গিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার শীর্ষ নেতা সুপ্রিয় ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে এসেছেন, বিহারে ৬টি আসনে একা লড়বে তাঁদের দল। সেই আসনগুলি হল, ঝাড়খণ্ড লাগোয়া চাকায়, ধামদহ, কাটোরিয়া, মনিহারি, জামুই, এবং পিরপন্তি। এই সবকটি আসনেই ভোট হবে দ্বিতীয় দফায়। বিহারে ইন্ডিয়া জোটের জন্য ছোট শরিক হলেও জেএমএম গুরুত্বপূর্ণ। ঝাড়খণ্ড লাগোয়া কিছু আদিবাসী অধ্যুষিত আসনে ভালো প্রভাব রয়েছে হেমন্ত সোরেনের দলের। ফলে জেএমএম জোট ছেড়ে বেরিয়ে যাওয়ায় ভালোই ধাক্কা খেতে পারে ইন্ডিয়া জোট।
আসলে ইন্ডিয়া জোটের আসনরফা নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতি যে প্রথম দফার মনোনয়ন শেষ হয়ে যাওয়ার পরও জোটের শরিক দলগুলি নিজেদের মধ্যে রফা চূড়ান্ত করতে পারেনি। এখনও একাধিক আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কংগ্রেস, আরজেডি, ভিআইপি, সিপিআইএমএল নিজেদের মধ্যে আসন নিয়ে কাড়াকাড়ি করছে, এর মধ্যে ছোট শরিক জেএমএম আবার ‘সম্মানজনক’ আসন চাইছিল। সংখ্যাটা ১২। জোটের পক্ষে সেটা ছাড়া কোনওভানেই সম্ভব ছিল না। শোনা যাচ্ছিল, জোটে বড়জোর ১-২ আসন ছাড়া হত জেএমএমের জন্য। তাতে সন্তুষ্ট নয় ঝাড়খণ্ডের শাসক দল। তাই একা লড়াইয়ের সিদ্ধান্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.