Advertisement
Advertisement
Joint Entrance result

সুপ্রিম নির্দেশে কাটল জট, আজই ফলপ্রকাশ জয়েন্টের?

আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে।

Joint Entrance result likely to be out soon as SC stays OBC case
Published by: Suhrid Das
  • Posted:August 22, 2025 11:52 am
  • Updated:August 22, 2025 2:19 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের। জয়েন্ট এন্ট্রার্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। ফলে রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশের ক্ষেত্রে আপাতত জট কাটল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এদিন এই নির্দেশ দেওয়া হল। আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। সূত্রের খবর, আজ, শুক্রবারই রাজ্যে জয়েন্টের ফলপ্রকাশ হতে পারে।

Advertisement

রাজ্যের জয়েন্ট পরীক্ষা হয়েছিল চারমাস আগে। তারই মধ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয়। কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা। হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলার শুনানি হয়। জটিলতা না কাটলে জয়েন্টের কোনও ফলপ্রকাশ করা যাবে না। সেই নির্দেশ দেওয়া হয়। ফলে দুশ্চিন্তায় পড়ে রাজ্যের ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়া কয়েক লক্ষ পড়ুয়া। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই আজ, শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হল। ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল প্রকাশে আপাতত কোনও বাধা থাকল না।

গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রাসের ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু মামলায় ওবিসি জটের কারণে ফলপ্রকাশ করা সম্ভব হয়নি। ২০১০ সালের পর রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। ফলে ভর্তি প্রক্রিয়াতেও জটিলতা দেখা যায়। ২০২৪ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি পরীক্ষার্থীদের নিয়ে নতুন প্যানেল তৈরি করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। ২০১০ সালের আগে ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। যাদের ২০১০ সালের পরে ওবিসি সংশাপত্র হয়েছে, তারা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না। সেই কথাও জানানো হয়। ফলে দেখা যায় জটিলতা। কলকাতা হাই কোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে জয়েন্টের বিষয়েও আবেদন করা হয়। সেখানেই এদিন হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হল।

সূত্রের খবর আজই রাজ্যের তরফে জয়েন্টের ফলপ্রকাশ করা হবে। মেধাতালিকাও প্রকাশ করা হতে পারে।

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ