সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থ নয়, ন্যায়বিচার এবং স্বাধীনতার প্রতিই প্রেম থাকা উচিত বিচারকদের। শনিবার সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই।
প্রধান বিচারপতি বলেন, “কিছু বিচারকের আচরণের কারণে অসন্তোষ সৃষ্টি হচ্ছে। আমি সংবাদপত্র এবং ইন্টারনেটে কয়েকটি প্রতিবেদন পড়েছিলাম যেখানে, একটি হাইকোর্টের একজন বিচারকের তিরস্কারের পর এক তরুণ আইনজীবী আদালতে অজ্ঞান হয়ে পড়েছিলেন।” তিনি বলেন, “বিচারক এবং আইনজীবীরা হলেন ন্যায়বিচারের সোনার পাখির দুটি ডানার মতো। উভয়ই অপরিহার্য। বিচারক এবং আইনজীবীরা একসঙ্গে কাজ না করলে, আদালতও সঠিকভাবে কাজ করতে পারবে না।” এরপরই প্রধান বিচারপতি বলেন, “বিচারক এবং বিচার বিভাগের সঙ্গে জড়িত মানুষজনের অর্থের প্রতি প্রেম থাকা উচিত নয়। বরং ন্যায়বিচার এবং স্বাধীনতাকেই ভালোবাসা উচিত।”
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ মার্চ তৎকালীন দিল্লি হাইকোর্টের বিচারপতি ভার্মার বাড়িতে অগ্নিকাণ্ড ও বিপুল পরিমাণ পোড়া টাকা উদ্ধারের ঘটনায় সাড়া পড়ে গিয়েছিল গোটা দেশে। অভিযোগ ওঠে পুড়ে যাওয়া ওই নোটের বান্ডিল ছিল হিসাব বহির্ভূত টাকা। মামলার তদন্তে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ঋণ সদস্যের আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে দেন। এই কমিটি বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতার প্রমাণ পেলেও সেভাবে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। শুধুমাত্র দিল্লি হাই কোর্ট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় এলাহাবাদ হাই কোর্টে। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতির মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.