নন্দিতা রায়, নয়াদিল্লি: বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলে দাগিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এই নিয়েই এবার সংসদে সরব হলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া।
সোমবার তিনি বলেন, “সম্প্রতি বাংলা বলার জন্য দিল্লিতে কয়েকজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিয়েছে। এটি একেবারে ভুল এবং সংবিধান-বিরোধী। আমাদের সংবিধানের অষ্টম শিডিইলে স্বীকৃত ২২টি ভাষার মধ্যে বাংলা একটি। বাংলাদেশি বলে কোনও ভাষা নেই।” তিনি আরও বলেন, “এই ধরনের ভুল সচেতনতার অভাবকে প্রতিফলিত করে এবং বাংলাভাষীদের বিরুদ্ধে বৈষম্যকে উৎসাহিত করে। এটি সংবিধানের ৩৪৩ অনুচ্ছেদেরও পরিপন্থী। শুধু তাই নয়, এই ধরনের মন্তব্য আমাদের ভাষাগত বৈচিত্র্যকে অসম্মান করে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণককে অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্যও দৃষ্টি আর্কষণ করছি।”
উল্লেখ্যে, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে। তাঁদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। যেগুলি লেখা ছিল বাংলা ভাষায়। আর সেই সব নথির তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদক দরকার। এই মর্মেই বঙ্গভবনে একটি চিঠি দেয় দিল্লি পুলিশ। সেই চিঠিতেই বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা দেওয়া হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। বিষয়টি নিয়ে বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.