Advertisement
Advertisement
June Maliah

জয় হিন্দ কলোনির বাঙালি ‘উচ্ছেদ’ ইস্যু এবার সংসদে, স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ জুনের

'অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে', দাবি জুনের।

June Maliah speaks on driving bengalis out of Jai Hind colony
Published by: Subhajit Mandal
  • Posted:July 23, 2025 6:43 pm
  • Updated:July 23, 2025 6:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির জয় হিন্দ কলোনির বাঙালি ‘উচ্ছেদ’ ইস্যু এবার সংসদে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করলেন তৃণমূল সাংসদ জুন মালিয়া। জুনের দাবি, অবিলম্বে এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ করা উচিত। এবং ওই বেআইনি উচ্ছেদ অভিযান বন্ধ করা উচিত।

Advertisement

দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনি। এক টুকরো বাঙালি পাড়া। আপাতত অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলাভাষীরা। ক্রমাগত উচ্ছেদের হুমকি, জল-বিদ্যুৎ বন্ধ। সমস্যায় জর্জরিত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাঁদের হয়ে সরব হয়েছেন। তৃণমূলের প্রতিনিধিদলও ওই এলাকায় গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছে। এবার সংসদে জুন মালিয়া বিষয়টি সংসদে উত্থাপন করলেন।

জয় হিন্দ কলোনিতে উদ্ভূত ‘মানবিক সংকট’ নিয়ে রুল ৩৭৭ অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন মেদিনীপুরের সাংসদ জুন। শাহের দপ্তরকে দেওয়া নোটিসে তিনি বলেন, “জয় কলোনি দিল্লির সবচেয়ে বড় বাঙালি বসতি। ওই এলাকায় বসবাসকারী একাধিক বাঙালির জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সমস্যায় জর্জরিত বাসিন্দারা বাধ্য হয়ে জলের ট্যাঙ্কারের বন্দোবস্ত করেছিলেন। তবে পুলিশ এবং আরপিএফ বিকল্প পথে জলের বন্দোবস্ত করতে দেয়নি।” জুনের অভিযোগ, “এই বাসিন্দারা যে জমিতে রয়েছেন, সেই জমির মালিকানা নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি আদালতের বিচারাধীন। এখনও এ নিয়ে সিদ্ধান্ত জানায়নি আদালত। তা সত্ত্বেও এখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।”

মেদিনীপুরের তৃণমূল সাংসদের বক্তব্য, “এখানকার বাসিন্দাদের আইনি সহায়তাও দেওয়া হচ্ছে না। পুনর্বাসনেরও ব্যবস্থা করা হচ্ছে না। এদের মধ্যে বহু মানুষ দশকের পর দশক ধরে ভারতের নাগরিক।” স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে তাঁর আরজি, অবিলম্বে বিষয়টিতে হস্তক্ষেপ করুক কেন্দ্র। ওই উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করা হোক। সব মহলের সঙ্গে আলোচনা করে আইনি পথে এ নিয়ে পদক্ষেপ করা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ