Advertisement
Advertisement

অসুস্থ জয়ললিতাকে ফেসবুকে প্রেমপত্র কাটজুর

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর প্রেমের ফল্গুধারা এখনও বয়ে চলেছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির মনে।

Justice Katju just confessed his love for Jayalalithaa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 12, 2016 5:55 pm
  • Updated:October 12, 2016 5:55 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কন্ডেয় কাটজু। এমনিতে বেশ কড়া ধাতের মানুষ সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। বিচারকার্য ছাড়ার পর থেকেও বেশ সক্রিয় সোশ্যাল মিডিয়ায়। অবশ্য বেশিরভাগ সময় ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দিতেই দেখা যায় সর্বোচ্চ আদালতের প্রাক্তন বিচারপতিকে। তবে এবারে সামনে আনলেন নিজের মনের কোণে লুকনো প্রেমের কথা। কাটজুর এই প্রেমের পাত্রী আর কেউ নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বর্তমানে যিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

Advertisement

নিজের পোস্টে কাটজু জানিয়েছেন, জয়ললিতার প্রতি তাঁর আকর্ষণ তরুণ বয়স থেকেই ছিল। সময়ের সঙ্গে যা আরও পরিণত হয়েছে। অসুস্থ মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করে প্রাক্তন বিচারপতি তাঁকে ‘শেরনি’ আখ্যা দিয়েছেন। আর জয়ললিতার বিরোধীদের ‘লঙ্গুর’ বলে সম্বোধন করেছেন। আম্মার প্রেমের ফল্গুধারা যে এখনও তাঁর মনের অতলে বয়ে চলেছে, সেকথাও জানাতে ভোলেননি কাটজু।

katzu-fb-post

নিজের প্রেমকাহিনি ফেসবুকে পোস্ট করেই বিপদ বুঝে তা ডিলিট করে দেন কাটজু। তবে ততক্ষণে তাঁর গোপন প্রেমের সুবাস ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস