Advertisement
Advertisement

Breaking News

Operation Sindoor

‘প্রতিশোধ নয়, ন্যায়বিচার’, অপারেশন সিঁদুরের নতুন ভিডিও পোস্ট করে বার্তা সেনার

সেনার ওয়েস্টার্ন কমান্ডারের এক্স হ্যান্ডেলে অপারেশন সিঁদুরের নতুন একটি ভিডিও পোস্ট করা হয়।

Published by: Subhodeep Mullick
  • Posted:May 18, 2025 2:44 pm
  • Updated:May 18, 2025 3:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপারেশন সিঁদুর কোনও প্রতিশোধ নয়। এটি ন্যায়বিচার। এক্স হ্যান্ডেলে নতুন একটি ভিডিও পোস্ট করে এমনই বার্তা দিল ভারতীয় সেনা।

Advertisement

রবিবার সেনার ওয়েস্টার্ন কমান্ডারের এক্স হ্যান্ডেলে অপারেশন সিঁদুরের নতুন একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে একদল জওয়ান। তাঁদের মধ্যে একজন বলছেন, “পহেলগাঁও হামলার পর আপারেশন সিঁদুরের সূচনা হয়েছিল। ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে, তার শিক্ষা দিতেই ভারতের এই অভিযান। এটি কোনও আক্রোশ বা প্রতিশোধ নয়। এটি ন্যায়বিচার।” অপর এক জওয়ান বলেন, “পাকিস্তানের যে সকল সামরিক পোস্টগুলি থেকে গোলাবর্ষণ করা হয়েছিল, সেগুলি সবকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের চার জঙ্গি। তাদের পথ দেখিয়ে নিয়ে যায় কাশ্মীরের স্থানীয় এক জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পিওকে-র নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে গিয়েছে পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। জানা গিয়েছে, পর্যন্ত ভারতীয় সেনার অভিযানে নিহত হয়েছে ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement