Advertisement
Advertisement
Kalistani Terrorist

৯ বছর আগে ভেঙেছিল জেল, মাথার দাম ১০ লক্ষ! ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার খলিস্তানি জঙ্গি

তদন্তকারীদের সন্দেহ, ঘোলা জলে মাছ ধরতে, উত্তরে অশান্তি ছড়াতেই বিহারে ঘাঁটি গেড়েছিল সে।

Kalistani Terrorist with 10 lacs bounty arrested from India-Nepal border

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:May 13, 2025 4:06 pm
  • Updated:May 13, 2025 4:07 pm   

অর্ণব আইচ: ভারত-পাক সীমান্তে উত্তেজনার মাঝেই নেপাল সীমান্ত থেকে ধৃত মোস্ট ওয়ান্টেড খলিস্তানি জঙ্গি। ২০১৬ সালে পাঞ্জাবের জেল ভেঙে পালিয়েছিল দলবীর সিং। প্রায় ৯ বছর পর তাকে ফের গ্রেপ্তার করল এনআইএ। মাথায় পুরস্কার ছিল ১০ লক্ষ টাকা। তদন্তকারীদের সন্দেহ, ঘোলা জলে মাছ ধরতে, উত্তরে অশান্তি ছড়াতেই বিহারে ঘাঁটি গেড়েছিল সে। তাকে গ্রেপ্তার করে দিল্লি উড়িয়ে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

দলবীর সিং ওরফে গলবদ্দি ওরফে কাশ্মীর সিং। অভিযোগ, দলবীর খলিস্তানি জঙ্গিদের রসদ জোগানো, টাকা সংগ্রহ, আশ্রয় দিত। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৬ সালের ২৭ নভেম্বর ২৪ জন সশস্ত্র ব্যক্তি পাতিয়ালার নাভাতে হামলা চালায়। বহু খলিস্তানি জেহাদি সেজিন জেল থেকে পালিয়েছিল। তাদের মধ্যে অন্যতন এই দলবীর। তারপর থেকে নেপালে আস্তানা গেড়েছিল সে। সেখানে বসে বব্বর খালসা ইন্টারন্যাশনাল এবং রিন্দা জঙ্গি গোষ্ঠীর নেটওয়ার্ক চালাত। এমনকী, নেপাল থেকে অস্ত্র পাঠানো হত কাশ্মীরে। হাওয়ালা মারফতও টাকা যেত জঙ্গিদের কাছে। সেখানে জেহাদিদের নানাভাবে সাহায্য করত দলবীর।

কিছুদিন আগে বিহারের মোতিহারিতে আস্তানা বানায় সে। মনে করা হচ্ছে, সেখান থেকে বড়সড় নাশকতার ছক কষছিল সে। ‘চিকনস নেকে’ও তার নজর থাকা অসম্ভব নয়। ভারত-পাক অশান্তির মাঝে শিলিগুড়িতে নাশকতার ছক ছিল তার, এমনই সন্দেহ পুলিশের।  রবিরার রাতে মোতিহারিতে অভিযান চালিয়ে দলবীর সিংকে গ্রেপ্তার করে এনআইএ। তারপর বিমানে চাপিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চলছে জিজ্ঞাসাবাদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ