সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে আগেই পা রেখেছেন তিনি। শুক্রবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন রুপোলি পর্দার সুপারস্টার কমল হাসান। তামিল ভাষাতেই শপথ নিলেন দক্ষিণী মহাতারকা। তাঁর রাজনৈতিক কেরিয়ার এক নয়া বাঁক নিল। এদিন শপথগ্রহণের আগে তাঁকে বলতে শোনা যায়, ”আমি শপথ গ্রহণ করতে চলেছি। একজন ভারতীয় হিসেবে, আমি আমার কর্তব্য পালন করব।”
কমল হাসানের নিজস্ব দল এমএনএম ২০২৪ লোকসভায় ডিএমকে জোটে যোগ দেয়। মে মাস থেকেই শোনা গিয়েছিল, তিনি রাজ্যসভার সদস্য হতে পারেন। ২০২৪ লোকসভা নির্বাচনের সময় জাতীয় স্তরে বিরোধীদের INDIA জোট তৈরি হয়। তাতে তামিলনাডু়র শাসকদল ডিএমকে-র সঙ্গে জোটে যোগ দিয়েছিল কমল হাসানের দল মাক্কাল নিধি মইয়ামও। সেবার ডিএমকে-র প্রার্থীদের হয়ে এমএনএমের প্রেসিডেন্ট কমল হাসান প্রচারও করেন। সেই থেকে উভয়ের বন্ধুত্বপূর্ণ সমীকরণ। দর কষাকষিতে ২০২৫-এ এমএনএমের একজনকে রাজ্যসভায় পাঠানো হবে বলে ঠিক হয়। শেষপর্যন্ত তাই হয়। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের দাবি, কমল হাসানের কাছে দু’টি অফার দেওয়া হয়েছিল ডিএমকে-র তরফে। একটি রাজ্যসভার মনোনয়ন, অন্যটি লোকসভার আসনে লড়ার টিকিট। বর্ষীয়ান প্রথমটিই বেছে নেন। গত জুনেই তিনি মনোনীত হন।
বলে রাখা ভালো, ২০১৮ সালে কমল হাসানের দল আত্মপ্রকাশ করে ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হয়ে ওঠার লক্ষ্য সামনে রেখেই। কিন্তু যত সময় গিয়েছে, তত হয়তো অভিনেতা-রাজনীতিক বুঝতে পেরেছিলেন আসল পরিস্থিতিটা। ততই তিনি সুর নরম করতে থাকেন। শেষপর্যন্ত ডিএমকের সঙ্গে জোট বেঁধে জানিয়ে দেন, ব্যক্তিগত রাজনৈতিক লাভের থেকে জাতীয় স্বার্থকেই তিনি অগ্রাধিকার দিতে চান।
সম্প্রতি বিতর্কে জড়িয়েছিলেন কমল হাসান। চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে অভিনেতা দাবি করেন, কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে। তাঁর এই মন্তব্যের পরই দক্ষিণী রাজ্যে ক্ষোভ এবং বিতর্কের সৃষ্টি হয়। পোড়ানো হয়েছিল তাঁর কুশপুতুলও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.