ছবি: এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া শিবিরের প্রার্থীপদ পেতেই কোমর বেঁধে নেমেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। মঙ্গলবার সন্ধেবেলা বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট জে পি নাড্ডার (JP Nadda) সঙ্গে দেখা করলেন অভিনেত্রী। শুধু তাই নয়, ঘণ্টাখানেকের এই সাক্ষাৎকারে রাজনীতির মাঠে নবাগতা হিসেবে বেশ কিছু নির্বাচনী টিপসও নিয়েছেন কঙ্গনা। সোশাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারের ছবি শেয়ার করে নিজেই জানালেন অভিনেত্রী।
এক্স হ্যান্ডেলে জে পি নাড্ডার সঙ্গে ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত লিখেছেন, “আজ সর্বভারতীয় সভাপতি শ্রদ্ধেয় জগৎ প্রকাশ নাড্ডাজি’র সঙ্গে দেখা করলাম। উনি যেভাবে আমাকে পথ দেখালেন এবং সমর্থন করলেন, তার জন্য আমি ওঁর প্রতি কৃতজ্ঞ। আমি সবসময়ে মান্ডির উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করব, কথা দিলাম। জয় হিন্দ।”
পরনে গোলাপি শাড়ি। মানানসই গয়নায় কঙ্গনা রানাউতকে দেখা গেল নাড্ডার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সম্বর্ধনা জানাতে। বিজেপির তরফে লোকসভা ভোটের টিকিট পেয়েই ভারতীয় জনতা পার্টি দলের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা শেয়ার জানিয়েছিলেন কঙ্গনা রানাউত। নিজের জন্মভূমি হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়ে ভোট লড়বেন ভূমিকন্যা অভিনেত্রী। বছর দুয়েক আগেই এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কঙ্গনা রানাুতের সেই ইচ্ছেতেই সদ্য সিলমোহর বসিয়েছে বিজেপি।
आज राष्ट्रीय अध्यक्ष माननीय श्री जगत प्रकाश नड्डा जी से भेंट हुई। मैं उनके मार्गदर्शन और सहयोग के लिए सदा आभारी रहूँगी, मैं अपने क्षेत्र मंडी की प्रगति और ख़ुशहाली के लिए जी-जान लगा कर काम करूँगी। जय हिन्द 🇮🇳
— Kangana Ranaut (@KanganaTeam)
এদিকে ভোট মিটলেই ফের বক্স অফিসে কঙ্গনা রানাউতের ভাগ্যপরীক্ষা। চলতি বছরের জুন মাসের ১৪ তারিখ রিলিজ করবে অভিনেত্রীর ‘এমার্জেন্সি’। যে ছবিতে ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। এছাড়াও আর মাধবনের সঙ্গে জুটি বেঁধে একটি সাইকোলজিক্যাল থ্রিলার নিয়ে আসছেন অভিনেত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.