Advertisement
Advertisement
Bengaluru

বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন স্ত্রী! সন্দেহের বশে অভিনেত্রীকে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Kannada TV actor stabbed by her husband in Bengaluru
Published by: Subhodeep Mullick
  • Posted:July 13, 2025 12:15 pm
  • Updated:July 13, 2025 12:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কন্নড় অভিনেত্রীকে কোপানোর অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। গুরুতর আহত অবস্থায় অভিনেত্রীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, ওই অভিনেত্রীর স্বামী সন্দেহ করেছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী। তারপর থেকেই শুরু হয় অশান্তি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত অভিনেত্রীর নাম মঞ্জুলা শ্রুতি। ২০ বছর আগে প্রেমিক অমরেশের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়। অমরেশ সন্দেহ করতেন যে তাঁর স্ত্রী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। অশান্তি চরমে উঠলে মঞ্জুলা ঘর ছেড়ে তাঁর ভাইয়ের বাড়িতে থাকতে শুরু করেন। অভিযোগ, সেখানেও নাকি অমরেশ এসে আশান্তি করতেন। এরপরই মঞ্জুলা পুলিশের দ্বারস্থ হন। তবে সূত্রের খবর, গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে ফের মিটমাট হয়। ঘরে ফিরে যান মঞ্জুলা। কিন্তু অভিযোগ, পর দিনই অর্থাৎ ৪ জুলাই ছেলে-মেয়েরা স্কুলে চলে গেলে মঞ্জুলার  উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় অমরেশ। রাগে দেওয়ালে মাথা ঠুকে দেওয়া হয় তাঁর। পাশাপাশি, মঞ্জুলার  গলায়, পাঁজরে এবং পায়ে একাধিকবার ছুরির কোপ মারেন বলে অভিযোগ উঠেছে অমরেশের বিরুদ্ধে।

রক্তাক্ত অবস্থায় মঞ্জুলাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা সঙ্কটজনক। মঞ্জুলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্য়েই অমরেশকে গ্রেপ্তার করেছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ