প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৫ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকের (Karnataka) কালাবুর্গিতে। গত রবিবার রাতে তাঁর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এখনও ফেরার তিনি।
গতকাল, মঙ্গলবার কালাবুর্গি জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, ওই বৃদ্ধার নিজস্ব একাধিক কৃষিজমি রয়েছে। সেগুলিতে কৃষকরা চাষ করে। অভিযুক্ত যুবক ছিলেন তাঁদেরই একজন। রবিবার রাত দশটা নাগাদ তিনি বৃদ্ধার বাড়ি যান। পরিচিত হওয়ায় বেশি রাতেও তাঁকে দরজা খুলে দেন বৃদ্ধা। অভিযোগ, এর পরই তাঁর উপরে চড়াও হন অভিযুক্ত। বৃদ্ধাকে ফাঁকা ঘরে ধর্ষণ করে তিনি চম্পট দেন। সারা রাত ঘরেই পড়েছিলেন তিনি।
পরদিন সকালে প্রতিবেশীদের দ্বারস্থ হন বৃদ্ধা। তাঁরাই জেলা হাসপাতালে ভর্তি করেন তাঁকে। জানা যায়, তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এর পরই বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনও সন্ধান মেলেনি অভিযুক্ত যুবকের। তাঁকে ধরতে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.