Advertisement
Advertisement
Bengaluru stampede

বেঙ্গালুরু পদপিষ্টের ঘটনায় বরখাস্ত মুখ্যমন্ত্রীর সচিব, হাই কোর্টে স্বস্তি কর্নাটক ক্রিকেট সংস্থার

গোয়েন্দা বিভাগের প্রধানকেও সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র।

Karnataka CM's political secretary sacked over Bengaluru stampede
Published by: Anwesha Adhikary
  • Posted:June 6, 2025 3:59 pm
  • Updated:June 6, 2025 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর পরে বড়সড় রদবদল হল সেরাজ্যের প্রশাসনে। সূত্রের খবর, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পলিটিক্যাল সেক্রেটারি কে গোবিন্দরাজকে বরখাস্ত করা হয়েছে। বদলি করা হয়েছে গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ কর্তা হেমন্ত নিম্বালকরকেও। অন্যদিকে, দুর্ঘটনার দায় নিজেদের ঘাড় থেকে নামাতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Advertisement

আরসিবির বিজয় সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় আরসিবি, সম্প্রচারকারী সংস্থা এবং কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক কেএসসিএ সচিব এবং কোষাধ্যক্ষ। তাঁদের বাড়িতে গেলেও দুই কর্তার সন্ধান পায়নি পুলিশ। আপাতত দুই কর্তার সন্ধানে তল্লাশি চলছে। ইতিমধ্যেই আরসিবির মার্কেটিং অ্যান্ড রেভেনিউ হেড নিখিল সোসালেকে গ্রেপ্তার করা হয়েছে। কিরণ, সুমন্ত এবং সুনীল ম্যাথিউ নামে ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার।

এহেন পরিস্থিতিতেই বরখাস্ত করা হল সিদ্দারামাইয়ার রাজনৈতিক সচিবকে। গোয়েন্দা বিভাগের প্রধানকেও সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র। উল্লেখ্য, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, অভিযুক্তের তালিকা থেকে নিজেদের বাদ দেওয়ার আবেদন জানিয়ে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাদের দাবি, বিজয় উৎসব আয়োজনে বা ভিড় নিয়ন্ত্রণে তাদের কোনও ভূমিকা ছিল না। বরং গোটা ঘটনার দায় বিজয়োৎসবের আয়োজক আরসিবি এবং পুলিশের। এই আবেদনে আপাতত সাড়া দিয়েছে আদালত। কর্নাটক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেন ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়। 

প্রসঙ্গত, বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা গেলেও সিদ্দারামাইয়ার দাবি সংখ্যাটা ৩৭। মর্মান্তিক এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। কর্নাটক সরকার পদপিষ্ট হওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে। হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল ডি’কুনহার তত্ত্বাবধানে একটি কমিশনও গঠন করা হবে। স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনায় পদক্ষেপ করেছে কর্নাটক হাই কোর্টও। পদপিষ্টে আহত এক ব্যক্তিও ইতিমধ্যে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগে অবশ্য পুলিশের উল্লেখ নেই। তিনি আরসিবি ম্যানেজমেন্ট, সম্প্রচারকারী সংস্থা এবং কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ভিড় সামাল দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছেন। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement