সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ক উড়িয়ে ফের দক্ষিণের রাজ্যে ক্ষমতা ধরে রাখবে বিজেপি? না কি কিস্তিমাত দেবে কংগ্রেস? নাকি বাজি মারবে জেডিএস? প্রশ্নের জবাব খুঁজতে আজ অর্থাৎ বুধবার কর্ণাটকের (Karnataka) ২২৪ আসনে শুরু ভোটগ্রহণ। দক্ষিণের রাজ্যে এবার জমজমাট ত্রিমুখী লড়াই।
সকাল থেকেই উৎসবের মেজাজে চলছে ভোট প্রক্রিয়া। সকাল ৭টা থেকে বুথে বুথে লম্বা লাইন। সন্ধে ৬টা পর্যন্ত চলবে ভোটদান। ইতিমধ্যে তরুণ প্রজন্ম ও নতুন ভোটারদের ভোটদানের আরজি জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের উন্নয়নের কথা ভেবে ভোটদানের আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
Urging the people of Karnataka, particularly young and first time voters to vote in large numbers and enrich the festival of democracy.
— Narendra Modi (@narendramodi)
সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়নের পক্ষে কর্ণাটকবাসীকে ভোট দেওয়ার ডাক দিয়েছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যুবনিধি, অন্নভাগ্য, গৃহজ্যোতি, গৃহলক্ষ্মীর মতো ৫টি বিষয় মাথায় রেখে ভোট দেওয়ার আরজি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
1️⃣ Yuva Nidhi: Assistance
2️⃣ Anna Bhagya: Sustenance
3️⃣ Gruha Jyothi: Affordability
4️⃣ Uchita Prayana: Accessibility
5️⃣ Gruha Lakshmi: EmpowermentCongress’ will relieve people of Karnataka from the pain BJP’s 40% Commission Sarkara has inflicted on them.
— Rahul Gandhi (@RahulGandhi)
গত কয়েক মাস ধরেই কর্ণাটকে ধর্মের নামে টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। কখনও হিজাব পরা তো কখনও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিতর্ক বেঁধেছে। এমন পরিস্থিতি সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে উঠে ভোট দেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। সবমিলিয়ে সকাল থেকে জমজমাট কর্ণাটকের বিধানসভার ভোটগ্রহণ।
| “We’ve to vote against communal politics. We need Karnataka to be beautiful,” says Actor Prakash Raj after casting his vote for
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.