সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথকুকুর নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশজুড়ে বিতর্ক চলছে। সেই আবহে বেঙ্গালুরুর হাসপাতালে জলাতঙ্কে মৃত্যু হল চার বছরের এক শিশুর। কর্নাটকের দেবাঙ্গিরি বাসিন্দা শিশুকন্যাকে মাস তিনের আগে কামড়েছিল পথকুকুর। তাঁর মৃত্যুতে নতুন করে পথকুকুর বিতর্ক উসকে উঠল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম খাদিরা বানু। গত এপ্রিল মাসে বাড়ির সামনে খেলছিল সে। সেই সময় একদল পথকুকুর হামলা চালায় খাদিরার উপরে। তার মুখে এবং শরীরে বিভিন্ন অংশে কামড়ায় কুকুরের দল। গুরুতর আহত শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার আশায় বেঙ্গালুরুর রাজীব গান্ধী হাসপাতালে আনা হয়েছিল তাকে। শুরুতে চিকিৎসায় সাড়া দিলেও সম্প্রতি সে বমি করা শুরু করে। তখন শারীরিক পরীক্ষা করে জানা যায়, জলাতঙ্কে আক্রান্ত হয়েছে খাদিরা। শেষ পর্যন্ত মঙ্গলবার মৃত্যু হয়েছে শিশুটির।
মৃত শিশুর কাকা সাজিদ দাবি করেছেন, খাদিরার চিকিৎসার জন্য তাঁরা ৯-১০ লক্ষ টাকা খরচ করেছেন। সব রকম চেষ্টা করেছিলেন। যদিও তাকে বাঁচানো সম্ভব হল না। তিনি অভিযোগ করেন, দেবাঙ্গিরিতে পথকুকুরের সংখ্যা দিনে দিনে বাড়ছে। কিন্তু কেউই কোনও পদক্ষেপ করেননি এই সমস্যা দূর করতে। তিনি বলেন, খাদিরার সঙ্গে যে ঘটেছে, তা যেন অন্য কারও সঙ্গে না ঘটে।
দেশজুড়ে বিতর্কের মধ্যে ক’দিন আগে পথকুকুর নিয়ে কর্নাটকের ভয়ংকর একটি রিপোর্ট সামনে এসেছিল। সেখানে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে রাজ্যে কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে ২ লক্ষ ৮৬ হাজার। অন্যদিকে সাত মাসে জলাতঙ্কে ২৬ জনের মৃত্যু হয়েছে। কেবল গত ৪-১০ আগস্টের মধ্যে ৫,৬৫২টি কুকুরে কামড়ানোর ঘটনা সামনে এসেছে। পথকুকুরের হামলার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে বিজয়পুরায় (১৫,৫২৭), তার পর বেঙ্গালুরু (১৩,৮৩১), হাসন (১৩,৩৮৮), দক্ষিণ কন্নড় (১২,৫২৪) এবং বাগালকোট (১২,৩৯২)।
প্রসঙ্গত, দিল্লিতে পথকুকুরদের কামড়ে জলাতঙ্ক এবং তার জেরে আমজনতার মৃত্যু- দুটোই উদ্বেগজনকভাবে বাড়ছে, এই সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতেই সোমবার শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকার সমস্ত পথকুকুরকে অবিলম্বে ধরতে হবে। তাদের নির্বীজকরণ করিয়ে পাঠাতে হবে নিরাপদ আশ্রয়ে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যতটা প্রয়োজন বলপ্রয়োগ করে পথকুকুরদের ধরতে হবে। কেউ বাধা দিলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হবে। শীর্ষ আদালতের মতে, সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপ্রেমীদের কাছে আদালতের প্রশ্ন, পথকুকুরের কামড়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের কি ফিরিয়ে আনা যায়? তাই রাস্তা থেকে পথকুকুরদের একেবারে দূর করতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.