সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্স হ্যান্ডেল নিয়ে মামলায় বড়সড় স্বস্তি পেল কেন্দ্র। বুধবার কেন্দ্রের বিরুদ্ধে দায়ের হওয়া এক্সের মামলা খারিজ করে দিয়েছে কর্নাটক হাই কোর্ট। আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভারতের আইন মেনেই চলতে হবে এক্স কর্পোরেশনকে। কেবল এক্স নয়, অন্যান্য সোশাল মিডিয়াগুলিকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফে।
সোশাল মিডিয়া থেকে কন্টেন্ট সরিয়ে নেওয়া, অ্যাকাউন্ট ব্লকের মতো সিদ্ধান্ত গ্রহণের জন্য ‘সহযোগ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে কেন্দ্র। ওই প্ল্যাটফর্মের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় এক্স। কিন্তু সেই পিটিশন বাতিল করে দেন কর্নাটক হাই কোর্টের বিচারপতি এম নাগাপ্রসন্ন। আদালতের তরফে বলা হয়, বর্তমান সময়ের কথা মাথায় রেখেই সোশাল মিডিয়ায় রাশ টানা উচিত। ভারতীয় প্রশাসনের নজরদারি উপেক্ষা করে কোনও সোশাল মিডিয়া চলতে পারে না। ভারতে থাকা সমস্ত সোশাল মিডিয়া সংস্থাকে এই বিষয়টি মনে রাখতে হবে।
এই প্রসঙ্গে সংবিধানের ১৯ অনুচ্ছেদের উল্লেখ করেছে আদালত। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংবিধানে বর্ণিত বাকস্বাধীনতার অধিকার ভারতীয় নাগরিকদের জন্য। বিদেশি সংস্থাগুলির জন্য় নয়। মার্কিন বিচারব্যবস্থার আদর্শকে ভারতের বিচারপদ্ধতির মধ্যে জোর করে মেশানো যায় না বলেই জানিয়েছে কর্নাটক হাই কোর্ট। এক্সকে কটাক্ষ করে বিচারপতি বলেন, “আপনারা আমেরিকায় আইন মানতে পারেন, ভারতের ক্ষেত্রে না কেন? ভারতের বাজারকে খেলার মাঠের মতো ব্যবহার করা যাবে না।”
উল্লেখ্য, গত কয়েকমাস ধরেই এক্সের সঙ্গে কেন্দ্রের ‘ঠান্ডা যুদ্ধ’ চলছে। অপারেশন সিঁদুরের পর ভারত-পাক যুদ্ধের আবহে দেশবিরোধী পোস্ট করার অভিযোগে আট হাজার এক্স অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দেয় কেন্দ্র। নির্দেশ মোতাবেক অ্যাকাউন্টগুলি ব্লক না করা হলে কেন্দ্রের তরফে এক্স-এর বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়। তারপরেই আদালতের দ্বারস্থ হয় এক্স কর্তৃপক্ষ। কিন্তু সেখানেও মুখ পুড়ল এলন মাস্কের মালিকানাধীন সংস্থার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.