Advertisement
Advertisement
Karnataka

একাই সব মাংস সাবাড়! প্রতিবাদ করায় ছেলেকে পিটিয়ে মারল বাবা

কথা কাটাকাটি চলাকালীন রাগের মাথায় ছেলের মাথায় আঘাত করেন বৃদ্ধ।

Karnataka Man Killed Son In Fight Over Chicken Curry | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 6, 2023 8:54 am
  • Updated:April 6, 2023 8:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেকে না দিয়েই সব মাংস খেয়ে ফেলেছিলেন বাবা। ছেলে বাড়ি ফিরতেই তা নিয়ে অশান্তি শুরু হয়। কথা কাটাকাটি চলাকালীন রাগের মাথায় ছেলেকে খুন করলেন বাবা। বুধবার রাতে এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে কর্ণাটকে। এরপরই বৃদ্ধের মানসিক স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

মৃতের নাম শিবরাম। বয়স ৩২। কর্ণাটকের (Karnataka) দক্ষিণ কন্নড় জেলার গুটিগড়ের বাসিন্দা। স্ত্রী ও দুই সন্তান রয়েছে তাঁর। জানা গিয়েছে, বুধবার শিবরামের বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছিল। কিন্তু তিনি ফেরার আগেই পুরো মাংস খেয়ে ফেলেন তাঁর বাবা শিনা। ছেলের জন্য একটুও অবশিষ্ট রাখেননি। বাড়ি ফিরে সেই কথা শুনে রাগে গজগজ করতে শুরু করেন শিবরাম। যা পরে বাবা-ছেলের কথা কাটাকাটিতে পরিণত হয়।

[আরও পড়ুন: ‘আপনার আছে ১০০, ২০০০ টাকা দেখলে মন ডগমগ করবে না?’, দুর্নীতি নিয়ে সাফাই কৃষ্ণ কল্যাণীর]

কিছুক্ষণ পর বাবা-ছেলের মধ্যে অশান্তি বেঁধে যায়। ঝগড়া চলাকালীন ছেলের মাথায় কাঠের অস্ত্র দিয়ে আঘাত করেন শিনা। মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। দ্রুত শিবরামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ শিনাকে গ্রেপ্তার করেছে।

[আরও পড়ুন: বিপাকে শতরূপ-সেলিম-বিমানেরা, কুণাল ঘোষের দায়ের করা মামলা গ্রহণ করল আদালত]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement