Advertisement
Advertisement
Karnataka

কর্নাটকে কিশোরীর দেহ স্যুটকেসে ভরে লোপাটের চেষ্টা! বিহার থেকে গ্রেপ্তার ৭, খুনের কারণ ঘিরে ধোঁয়াশা

ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে অভিযুক্তদের কর্নাটকে নিয়ে আসা হয়েছে।

Karnataka police arrest 7 accused from Bihar in murder case
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 7, 2025 1:18 pm
  • Updated:June 7, 2025 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুতে কিশোরীকে হত্যার পর দেহ স্যুটকেসে ভরে ফেলে দেওয়ার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহার থেকে সাত অভিযুক্তকে পাকড়াও করে বেঙ্গালুরুর সূর্যনগর থানার পুলিশ। জানা গিয়েছে, ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে অভিযুক্তদের কর্নাটকে নিয়ে আসা হয়েছে।

সূত্রের খবর, সাত অভিযুক্তের মধ্যে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। ধৃত আশিক কুমার, রাজারাম মোহন, মুকেশ-সহ সাত জনই বিহারের নওয়দা জেলার বাসিন্দা। অভিযুক্তদের মধ্যে আশিক বিবাহিত। তাঁর দুই সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, কেন কিশোরীকে খুন করা হল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। খুনের কারণ জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২১ মে বেঙ্গালুরুর পুরনো চাঁদপুর রেলওয়ে ব্রিজের কাছে একটি নীল স্যুটকেসে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ১৭ বছর বয়সি ওই কিশোরীর নাম রীমা। তদন্তকারীদের অনুমান, কিশোরীকে অন্য কোথাও খুন করে দেহ স্যুটকেসে ভরে আনা হয়েছিল। পরে চলন্ত ট্রেনের সামনে ফেলে দেওয়া হয় স্যুটকেসটি।

পুলিশ জানতে পেরেছে, দেহটি স্যুটকেসে ভরে একটি ক্যাবে করে রেললাইনের কাছে আনা হয়। তারপর প্রমান লোপাটের জন্য রেললাইনে ফেলে দেওয়া হয় স্যুটকেসটি। বেঙ্গালুরু (গ্রামীণ) পুলিশ সুপার সি কে বাবা বলেন, “এই ঘটনা রেল পুলিশের তদন্তের আওতায় পড়ে। তাও জেলা পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement