Advertisement
Advertisement
Karnataka

পরকীয়ার করুণ পরিণতি, হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন করল যুবক!

কীভাবে ওই বিস্ফোরক জোগাড় করলেন তিনি তাও খতিয়ে দেখছে পুলিশ।

Karnataka Woman, Lover Check Into Lodge. She Was Found Dead With Her Mouth Blown Up
Published by: Rakes Kanjilal
  • Posted:August 25, 2025 8:27 pm
  • Updated:August 25, 2025 8:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে প্রেম আর যুদ্ধে কোনও কিছুই অন্যায় নয়। তাই বলে পরকীয়ায় জড়িয়ে এক প্রেমিক যা করল, তা শুনে থ গোটা দেশ! প্রেমিকার মুখে জিলেটিন স্টিক্স বিস্ফোরণ করে খুন করল প্রেমিক! এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে। অভিযুক্ত প্রেমিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে কর্নাটক পুলিশ।

Advertisement

জানা যাচ্ছে, ২০ বছর বয়সি ওই মৃত তরুণীর নাম রক্ষিতা। কেরলের এক দিনমজুরের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তা সত্ত্বেও সিদ্দারাজু নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল রক্ষিতার। সম্প্রতি একটি হোটেলের ঘরে একসঙ্গে ছিলেন তাঁরা। অভিযোগ উঠছে, তখনই নাকি রক্ষিতার সঙ্গে তীব্র কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সিদ্দারাজু। তখনই মেজাজ হারিয়ে তাঁর মুখে বোমা পুরে ঘরের বাইরে এসে বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ ছুটে এসে সিদ্দারাজুকে ধরে ফেলে। পরে পুলিশ এসে গ্রেপ্তার করে অভিযুক্ত প্রেমিককে।

ঘরে ঢুকে পুলিশ মহিলার শরীরের ঊর্ধ্বাংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পায়। সেখানে মুখের কোনও অস্তিত্বই নাকি ছিল না। ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, জিলেটিন স্টিক জাতীয় বিস্ফোরক ব্যবহার করেই দুর্ঘটনাটি ঘটিয়েছেন অভিযুক্ত সিদ্দারাজু। কীভাবে ওই বিস্ফোরক জোগাড় করল ওই যুবক, তাও খতিয়ে দেখছে পুলিশ।

আরও জানা যাচ্ছে, ধরা পড়ার পরও হোটেল কর্মী ও স্থানীয়দের বিভ্রান্ত করার চেষ্টা করে অভিযুক্ত। সে জানায়, মোবাইল বিস্ফোরণের কারণেই গুরুতর আহত হয়েছেন রক্ষিতা। কিন্তু তার সেই যুক্তি ধোপে টেকেনি। এরপরই পুলিশ এসে সিদ্দারাজুকে গ্রেপ্তার করে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ