Advertisement
Advertisement
Congress

ইতিহাস ভুলিয়ে দেওয়াই ওদের কাজ! RSS-কে ‘ভারতীয় তালিবান’ বলে তোপ কংগ্রেস নেতার

আরএসএসকে কটাক্ষ কর্নাটকের বর্ষীয়ান নেতা বিকে হরিপ্রসাদের।

Karnataka's Congress Leader's RSS "India's Taliban" Remark
Published by: Biswadip Dey
  • Posted:August 17, 2025 4:38 pm
  • Updated:August 17, 2025 4:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের পর এবার আরএসএস-কে ‘ভারতীয় তালিবান’ আখ্যা দিয়ে তোপ কর্নাটকের কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদের। পালটা কটাক্ষ করেছে বিজেপিও। তাঁদের দাবি, এটাই কংগ্রেসের স্বভাব। তাঁরা দেশপ্রেমী সংগঠনের সমালোচনা করে আর পিএফআই বা সিমি-র মতো নিষিদ্ধ সংগঠনগুলির প্রশংসা করে।

Advertisement

স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় আরএসএস-এর ১০০ বছর পূর্তি উপলক্ষে সংঘের স্তুতি শোনা গিয়েছিল প্রধানমন্ত্রীর মুখে। যার তীব্র সমালোচনা করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা বিকে হরিপ্রসাদ। পাশাপাশি আরএসএসকেও এদিন একহাত নিয়েছেন কর্নাটকের বিধায়ক। সদ্যই সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ”আরএসএস দেশের শান্তি নষ্ট করার চেষ্টা করছে। আরএসএসের সঙ্গে শুধুমাত্র তালিবানেরই তুলনা হয়, তাই আরএসএস ‘ভারতীয় তালিবান’। আর প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে এদেরই প্রশংসা করছেন!”

স্বাধীনতা সংগ্রামে এই সংঘিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে হরিপ্রসাদ। আরএসএস কোনও নথিবদ্ধ সংগঠন নয়। তা সত্ত্বেও ওরা কীভাবে এত টাকা পায়! তা ভেবেই অবাক কর্নাটকের কংগ্রেস নেতা। বিজেপি ও আরএসএসকে দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার ‘উস্তাদ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ”এরা ভারতের ইতিহাসটা নতুন করে লিখতে চাইছে। স্বাধীনতার সময় বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক ও সংঘ মতাদর্শের স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথমবার বাংলায় দেশভাগের দাবি তুলেছিলেন। একইসঙ্গে জিন্না ও সাভারকরও দেশভাগের পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু এরা অকারণেই কংগ্রেসকে এর জন্য দায়ী করে।”

বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বিকে হরিপ্রসাদের মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, “কংগ্রেস ভারতীয় সেনাকে গুণ্ডা বলে, আর অপারেশন সিঁদুরের সময় আত্মসমর্পণ করে। আরএসএসকে তালিবানের সঙ্গে তুলনা করে, আর পাকিস্তানকে নিজেদের বন্ধু মনে করে।” তিনি আরও জানান, ”ভারতীয় সেনা, সাংবিধানিক প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সনাতন ধর্মকে অপমান করাই কংগ্রেসের একমাত্র কাজ। জাতীয়তাবাদী সংগঠনগুলোকে অপমান করার জন্য আদালত একাধিকবার কংগ্রেসকে তিরস্কার করেছে।”

বিজেপির কটাক্ষ, একসময় মহাত্মা গান্ধী ও জয়প্রকাশ নারায়ণের মতো নমস্য নেতারা আরএসএসের প্রশংসা করেছিলেন। প্রণব মুখোপাধ্যায়ের মতো প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেসের প্রবীণ নেতা আরএসএস সদর দপ্তরে এসেছিলেন। অথচ, কংগ্রেস এখন আরএসএস-এর মধ্যে তালিবানের ছায়া খুঁজে পায়! আসলে কংগ্রেসের মানসিকতার মধ্যেই তালিবানি মানসিকতা ঢুকে আছে বলেও জানিয়েছেন শেহজাদ পুনাওয়ালা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ