সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকের প্রাক্তন পুলিশপ্রধান ওম প্রকাশের রহস্যমৃত্যু। বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হল রক্তাক্ত দেহ। উদ্ধারকারী পুলিশকর্মীরা জানিয়েছেন, ঘরের মেঝে রক্তে ভেসে যাচ্ছিল। খুন, আত্মহত্যা, নাকি অসুস্থ হয়ে মৃত্যু তা এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে রহস্য উন্মোচনের চেষ্টা করছে পুলিশ।
বেঙ্গালুরুর এইচএসআর লেআউটে এলাকায় তিন তলা বাড়ি রয়েছে ৬৮ বছরের পুলিশকর্তার। তাঁর মৃত্যুর কথা পুলিশকে ফোন করে জানান স্ত্রী পল্লবী। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তদন্তকারীরা। ঘর থেকেই উদ্ধার হয় ওম প্রকাশের রক্তাক্ত দেহ। মেঝেও ভেসে যাচ্ছিল রক্তে। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে পরিবারের লোকেরা জড়িত। পল্লবী এবং ওম প্রকাশের মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রহস্যের সমাধানে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
১৯৮১-র বেচের আইপিএস ওম প্রকাশ। ২০১৫ সালে তিনি কর্নাটক পুলিশের প্রধান পরিচালক (ডিজি) পদে বসেন। তার আগে দমকল, হোম গার্ড এবং আপাতকালীন পরিষেবা দপ্তরের দায়িত্ব সামলান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.