সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জুন মার্কিন সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। তার আগেই আমেরিকায় গিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার সেদেশের উদ্দেশে রওনা দিল কেরলের বাম সরকারের এক প্রতিনিধি দল। আমেরিকার পাশাপাশি কিউবা সফরেও যাবে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন দলটি। মোট ৮ দিনের এই সফর বলে জানা যাচ্ছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে।
দলটিতে রয়েছেন স্পিকার এ এন শামসির, রাজ্যের অর্থমন্ত্রী কে এন বালাগোপালও। জানা যাচ্ছে, দুই দেশেই নানা অনুষ্ঠানে যোগ দেবেন দলের প্রতিনিধিরা। এর মধ্যে অন্যতম ৯ জুন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের ম্যারিয়ট মারকুইসে আয়োজিত হতে চলা লোক কেরল সভার ‘আমেরিকান রিজিওনাল কনফারেন্স’। প্রবাসী কেরলিয়ানদের এই অনুষ্ঠান নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে।
দাবি, পিনারাই বিজয়নের পাশে বা কাছে বসার জন্য নাকি প্রচুর টাকা চাওয়া হচ্ছে প্রবাসী ভারতীয়দের থেকে। অভিযোগ তুলেছে রাজ্যে বিজয়নদের বিরোধী দল কংগ্রেস। বলা হচ্ছে, ২৫ হাজার থেকে ১ লক্ষ মার্কিন ডলার চাওয়া হচ্ছে! যদিও সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন পিনারাই বিজয়নরা। পাশাপাশি প্রবাসী কেরলিয়ানদের সংগঠন নোরকাও জানিয়েছে, এই অভিযোগের কোনও সত্যতা নেই। প্রসঙ্গত, ৯ থেকে ১১ জুন চলবে ওই সম্মেলন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.