সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে দিয়ে পর্যটনের প্রচার চালিয়েছে কেরল সরকার। তথ্যের অধিকার আইনে (আরটিআই) বিষয়টি প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়েছিল। এবার ওই ঘটনায় ‘সাফাই’ দিল পিনারাই বিজয়নের সরকার। কী জানাল কেরলের পর্যটন দপ্তর?
প্রাথমিকভাবে কেরল সরকারের তরফে জানানো হয়েছে, পর্যটনের প্রচারে জ্যোতিকে বাছাই করার সময় সরকারের কোনও ভূমিকা ছিল না। মঙ্গলবার কেরলের পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াজ জানান, একটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই কেরল সরকারের হয়ে পর্যটনের ব্রান্ড প্রমোশনের জন্য মোট ৪১ জন ইউটিউবারকে আমন্ত্রণ জানিয়েছিল। এদের মধ্যে জ্যোতি-সহ সাতজনের সঙ্গে চুক্তি করে রাজ্য সরকার। রিয়াজ বলেন, “জ্যোতি মলহোত্রার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠার অনেক আগেই ওই সংস্থা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল।”
কেরল সরকারের আমন্ত্রণে জ্যোতি কোচি, কান্নুর, কোঝিকোড়, তিরুঅনন্তপুরম-সহ বেশ কিছু জায়গায় ভ্রমণ করেন। এই সব এলাকায় বেশ কিছু ভিডিও শ্যুট করেন এবং সেগুলি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেন। এই খবর প্রকাশ হতেই কেরলের বাম সরকারকে কটাক্ষ করে বিজেপি ও কংগ্রেস। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনওয়ালা এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আরটিআই এটাই প্রমাণ করে যে বাম সরকার পাক চর জ্যোতি মালহোত্রাকে আমন্ত্রণ জানিয়েছিল। পাশাপাশি তাঁদের থাকা, খাওয়া-সহ সমস্ত ব্যবস্থা করেছিল।” এই ঘটনা/ পর্যটন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিজেপি মুখপাত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.