Advertisement
Advertisement
Covishield

প্রয়োজনে সময়ের আগেই নেওয়া যাবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ! নির্দেশ কেরল হাই কোর্টের

কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান নিয়ে ইতিমধ্যেই বিস্তর বিতর্ক হয়েছে।

Kerala High Court allows early second dose of Covishield | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 7, 2021 4:13 pm
  • Updated:September 7, 2021 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮৪ দিন সম্পূর্ণ হওয়ার আগেই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার অনুমতি দিল কেরল হাই কোর্ট (Kerala High Court)। দু’টি সংস্থার আবেদনের নিরিখেই এই নির্দেশ দিয়েছে আদালত। স্বাস্থ‌্য দপ্তরকে নির্দেশ দেওয়া হল, এ ব‌্যাপারে কো-উইন (Cowin) পোর্টালে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ওই সংস্থার কর্মীদের টিকা দেওয়ার জন‌্য উপযুক্ত পদক্ষেপ করার জন‌্য। বিচারপতি পি বি সুরেশ কুমার এদিন ওই দুই সংস্থার আবেদন মতো কোভিশিল্ডের প্রথম ডোজের চার সপ্তাহ পরেই দ্বিতীয় ডোজ দেওয়ার জন‌্য অনুমোদন দেয় আদালত।

Advertisement

Kerala High Court allows early second dose of Covishield

মামলার শুনানিতে আদালত প্রশ্ন তুলেছে, এই দুই সংস্থার কর্মীদের বিদেশে যাওয়ার জন‌্য এবং আগাম সুরক্ষা দেওয়ার জন‌্য যদি কোভিশিল্ড টিকার অনুমোদন দেওয়া হয়, তাহলে অন‌্যান‌্য সংস্থার কর্মী, যাঁরা কাজের প্রয়োজনে কিংবা শিক্ষার জন‌্য বিদেশ যেতে চান তাঁদের এই সুযোগ কেন দেওয়া হবে না? সংস্থা দু’টির পক্ষে আদালতে জানানো হয়েছে, সরকারের দেওয়া টিকার ভরসায় না থেকে নিজেদের উদ্যোগেই তারা সংস্থার প্রতিটি কর্মী ও তার পরিবারের সদস‌্যদের টিকার বন্দোবস্ত করেছে।

[আরও পড়ুন: Jharkhand Assembly-তে নমাজ পড়ার জন্য আলাদা ঘর! হেমন্ত সোরেনের সিদ্ধান্তে তীব্র বিতর্ক]

আদালত জানিয়েছে, বেসরকারি ক্ষেত্র থেকে যারা অর্থের বিনিময়ে টিকা নিতে প্রস্তুত তাঁদের কেন সেই সুযোগ দেওয়া হবে না? ওই দুই সংস্থার তরফে বলা হয়, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের জন‌্য ৮৪ দিন অপেক্ষার নিয়মের ফাঁসে তাঁদের কর্মীদের বিদেশযাত্রা বিলম্বিত হচ্ছিল। সেই কারণেই তারা ব‌্যতিক্রমী রেহাই চেয়ে আদালতের দ্বারস্থ হয়। সেই মামলার রায়ে এদিন কোভিশিল্ডের ডোজের মধ্যে ব‌্যবধান কমাতে নির্দেশ দিয়েছে কোর্ট।

[আরও পড়ুন: ‘আফগানিস্তান নিয়ে বড় বড় কথা, কাশ্মীরে কী হচ্ছে?’, কেন্দ্রকে তোপ ‘গৃহবন্দি’ Mehbooba Mufti’র]

কোভিশিল্ডের (Covishield) দুই টিকার মধ্যেকার সময়ের ব্যবধান নিয়ে ইতিমধ্যেই বিস্তর টালাবাহানা হয়েছে। ভারতে সবচেয়ে বেশি প্রচলিত এই টিকাটির দুটি ডোজের মধ্যে সময়ের ব্যবধান ইতিমধ্যেই একাধিকবার বাড়িয়েছে কেন্দ্র। কোভিশিল্ডের প্রথম টিকা নেওয়ার পর অন্তত ৮৪ পর দ্বিতীয় টিকা দেওয়ার নিয়ম বর্তমানে চালু রয়েছে দেশে। টিকাকরণের একেবারে শুরুতে এই ব্যবধান ছিল চার থেকে ছয় সপ্তাহ। পরে তা খানিকটা বাড়িয়ে করা হয় ৮ সপ্তাহ। পরে কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান আরও বাড়িয়ে করা হয় ১২ সপ্তাহ। যা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। হাই কোর্টের রায়ে এবার সেই ব্যবধান কমেই গেল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement