Advertisement
Advertisement
Vice President nomination

উপরাষ্ট্রপতি প্রার্থী হতে ২২ সাংসদের সই জাল! খারিজ হল মনোনয়ন পত্র

উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে সামনে এল বড়সড় জালিয়াতি।

Kerala man forges signatures of MPs to file Vice President nomination
Published by: Amit Kumar Das
  • Posted:August 25, 2025 1:29 pm
  • Updated:August 25, 2025 1:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে সামনে এল বড়সড় জালিয়াতি। ২২ জন সাংসদের সই জাল করে উপরাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন কেরলের এক ব্যক্তি। বিষয়টি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জালিয়াতি প্রকাশ্যে আসার পর অভিযুক্তের মনোনয়ন বাতিল করার পাশাপাশি তাঁর কড়া পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে।

Advertisement

জগদীপ ধনকড়ের ইস্তফার পর আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। যেখানে এনডিএ-র প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ ও বিরোধীদের প্রার্থী সুদর্শন রেড্ডি। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ আগস্ট। এই সময়কালে ৪৬ জন প্রার্থীর তরফে ৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছে। যার মধ্যে ১৯ প্রার্থীর ২৮টি মনোনয়ন খারিজ করা হয়েছে। বাকি ২৭ জন প্রার্থীর ৪০টি মনোনয়নের স্কুটিনি হয় গত ২২ আগস্ট। সেখানেই নজরে পড়ে এই জালিয়াতি।

দেখা যায়, কেরলের জ্যাকব জোসেফ নামে এক ব্যক্তি নিজের মনোনয়ন জমা দিয়েছেন সাংসদদের সই নকল করে। তাঁর প্রতি যে সাংসদদের সমর্থন রয়েছে তা প্রমাণ করতে বিরাট জালিয়াতি করেন জোসেফ। ২২ জন সাংসদের সই-সহ মনোনয়ন জমা পড়ার পর স্কুটিনির সময় দেখা যায় সেখানে সাক্ষর রয়েছে ওয়াইএসআরসিপি সাংসদ মিথুন রেড্ডির। তাতেই সন্দেহ হয় তদন্তকারীদের। কারণ রেড্ডি বর্তমানে জেলবন্দি। এরপরই বিষয়টি রাজ্যসভার সচিবের নজরে আনা হয়। বিষয়টি নিয়ে খোঁজখবর করতেই জানা যায়, সেখানে বাকি যেসব সাংসদদের সাক্ষর রয়েছে সেগুলিও জাল। এরপরই বাতিল করা হয় মনোনয়ন।
অভিযুক্ত জোসেফের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করা হবে তা স্পষ্ট না করা হলেও জানা যাচ্ছে বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির পর ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ