Advertisement
Advertisement
Maharashtra

মাথার দাম ছিল ৬ কোটি টাকা! আত্মসমর্পণ কিষেনজির ভাই বেণুগোপালের

গত মাসে আত্মসমর্পণ করেন কিষেনজির স্ত্রী সুজাতা।

Key Maoist leader surrenders in Maharashtra
Published by: Biswadip Dey
  • Posted:October 14, 2025 6:30 pm
  • Updated:October 14, 2025 8:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক আগে আত্মসমর্পণ করেন কিষেনজির স্ত্রী সুজাতা। তাঁর মাথার দাম ছিল ১ কোটি টাকা। এবার ৬০ জন কমরেডকে নিয়ে মহারাষ্ট্রে আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতার ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা। বাণিজ্যে স্নাতক ৬৯ বছরের এই নেতা গত ৪০ বছর ধরে মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাঁর মাথার দাম ছিল ৬ কোটি টাকা।

Advertisement

এবছরের শুরুতেই ভূপতির স্ত্রী তারাক্কা, যিনি দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির সদস্য ছিলেন কিমি আত্মসমর্পণ করেছিলেন। এবার পুলিশের কাছে ধরা দিলেন ভূপতিও। পুলিশের দাবি, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তিশগড়ের বহু মাওবাদী হামলার আসল ‘চাঁই’ এই মাও নেতা। 

তবে সূত্রের দাবি, সম্প্রতি মাওবাদী সংগঠনের মধ্যে ভূপতিকে সুর নরম করতে দেখা গিয়েছিল। তাঁর দাবি ছিল, ক্রমশ এদেশে আরও জনপ্রিয়তা হারিয়েছে মাওবাদী সংগঠনগুলি। পাশাপাশি লাগাতার নিরাপত্তা বাহিনীর অপারেশনেও বহু মাও নেতার মৃত্যু হয়েছে। এহেন প্রতিকূল পরিস্থিতিতে এবার আত্মসমর্পণ ভূপতির।

প্রসঙ্গত, তেলেঙ্গানা পুলিশের কাছে গত মাসেই আত্মসমর্পণ করেন কিষেনজির স্ত্রী সুজাতা। গাদওয়াল অঞ্চলের বাসিন্দা সুজাতা খুব অল্প বয়সেই বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন। ১৯৮৪ সালে তিনি প্রবীণ মাওবাদী নেতা মালোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজিকে বিয়ে করেছিলেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গে এক এনকাউন্টারে কিষেণজি নিহত হন। এরপর থেকেই দলে সক্রিয় হয়ে ওঠেন সুজাতা। বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে মোট ১০৬টি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, তিনি সব সময় একে-৪৭ নিয়ে ঘুরতেন।

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ