Advertisement
Advertisement
UPITS 2025

স্বনির্ভরতার প্রতীক, ‘UPITS 2025’ ফ্যাশন শোতে নজর কাড়ল ভারতের খাদি

খাদি প্রতিষ্ঠিত হল আধুনিক ফ্যাশনের দুনিয়ায়।

Khadi steals spotlight at UPITS 2025 fashion show blending tradition with modern design
Published by: Hemant Maithil
  • Posted:September 29, 2025 7:40 pm
  • Updated:September 29, 2025 7:40 pm   

হেমন্ত মৈথিল: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্যোগে শুরু হয়েছে উত্তরপ্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ২০২৫ (UPITS 2025)। সেখানেই নজর কাড়ল স্বদেশী খাদির পোশাক। শুধুমাত্র দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্বনির্ভরতার প্রতীক নয়, খাদি প্রতিষ্ঠিত হল আধুনিক ফ্যাশনের দুনিয়ায়। খাদির পোশাক পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেল মডেলদের।

Advertisement

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে স্বদেশী পণ্য গ্রহণ ও বিদেশি পণ্য বর্জনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ডাকে সাড়া দিয়েই এই উদ্যোগ উত্তরপ্রদেশ সরকারের। যেখানে দেশের মানুষকে স্বদেশী পোশাক ব্যবহারের বার্তা দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “ভোকাল ফর লোকাল” মন্ত্র গ্রহণ করে খাদি এবং তাঁতকে নতুন পরিচয় দেওয়া হল উত্তরপ্রদেশে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ২০২৫-তে।

খাদির ব্যবহার বাড়াতে একাধিক উদ্যোগও নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। যেখানে ‘এক জেলা, এক পণ্য’ (ODOP) প্রকল্প এবং বিশ্বকর্মা শ্রমিক সম্মান যোজনায় হাজার হাজার তাঁতি ও কারিগর সরাসরি উপকৃত হয়েছেন। স্থানীয়তো বটেই বিশ্বব্যাপী খাদিকে তুলে ধরতে উত্তরপ্রদেশকে ‘হস্তচালিত তাঁতের কেন্দ্র’ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে সরকার। যোগী সরকারের দাবি, রাজ্যে খাদি পণ্যের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। টেকসই ফ্যাশন হিসেবে খাদিকে আধুনিক জীবনযাত্রার অংশ করে তুলতে চালানো হচ্ছে প্রচার।

মুখ্যমন্ত্রী যোগী বলেন, সরকারের প্রচেষ্টা খাদিকে কেবল একটি কাপড় হিসেবে নয়, বরং আত্মনির্ভরশীলতা, বস্ত্রশিল্প এবং টেকসই উন্নয়নের প্রতীক হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করা। এই অনুষ্ঠান থেকে বিশ্বকে খাদির সঙ্গে পরিচয় করিয়ে, উত্তরপ্রদেশ বিশ্বকে দেখিয়েছে যে স্থানীয় বস্ত্রশিল্পও আন্তর্জাতিক পরিচয় তৈরি করতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ