Advertisement
Advertisement
GST

আজ থেকে কার্যকর নয়া জিএসটি কাঠামো, সস্তা হল কী কী? লাগামছাড়া কোন পণ্য?

পুরনো স্টকগুলিকেও নয়া কর কাঠামোতে বিক্রি করতে হবে।

Know the detail about new GST slabs

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 22, 2025 9:11 am
  • Updated:September 22, 2025 9:16 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের কর ব্যবস্থাকে সহজ ও আর্থিক সংশোধনের লক্ষ্যে সোমবার সকাল থেকে কার্যকর হয়েছে নয়া জিএসটি কাঠামো। পুরনো নীতি বদলে নয়া কর কাঠামোতে রাখা হয়েছে মাত্র দুটি স্ল্যাব ৫ শতাংশ ও ১৮ শতাংশ। নয়া ব্যবস্থায় আগের তুলনায় অনেক সস্তা হতে চলেছে দুধ, পনির, ঘি, সাবান, স্যাম্পুর মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। দাম কমছে এসি ও গাড়ির মতো জিনিসেও। কিছু পণ্যকে আবার জিএসটি মুক্ত করেছে সরকার। একনজরে দেখে নেওয়া যাক নয়া জিএসটি কাঠামোতে ঠিক কী কী বদল করা হল।

Advertisement

৫৬ তম জিএসটি কাউন্সিলের বৈঠকের পর গত ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, অতীতে যেখানে জিএসটি ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ ছিল সেটা কমিয়ে এখন শুধুমাত্র ৫ ও ১৮ শতাংশ করা হচ্ছে। এছাড়া, তামাকজাত পণ্য, পান মশলা, নরম পানীয়, বিলাসবহুল সামগ্রী যেমন দামি গাড়ি, ইয়ট, ব্যক্তিগত বিমানে বসছে ৪০ শতাংশ কর। বেশকিছু পণ্য যেমন টাটকা ফল, সবজি, ছানা, পনির, রুটি, পরটায় কোনও ট্যাক্স নাগবে না। করমুক্ত করা হয়েছে ৩৩টি জীবনদায়ী ওষুধকে। আগে যেখানে জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি দিতে হত, এখন সেখানে কোনও জিএসটি লাগবে না। টিভি, এসি, ছোট গাড়ি ও ৩৫০ সিসি পর্যন্ত মোটরবাইক, অটো পার্টস, তিন চাকার গাড়ি কিনতে এখন ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।

হোটেল বুকিং, রুপচর্চা ও স্বাস্থ্য সংক্রান্ত সামগ্রীতে জিএসটির হার আগের ১৮ শতাংশের তুলনায় কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। ১০০ টাকা পর্যন্ত সিনেমার টিকিটে আগের ১২ শতাংশ করের হার কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ। ১০০ টাকার উপরে টিকিটের দাম হলে কর পড়বে ১৮ শতাংশ। এছাড়া আরও একটি ক্ষেত্রে ৩ শতাংশ জিএসটির বিশেষ স্ল্যাব রাখা হয়েছে। সরকার জানিয়েছে, সোনা, রুপো, হীরে ও দামি পাথরে ৩ শতাংশ কর দিতে হবে গ্রাহকদের।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, দোকানে থাকা পুরনো স্টকগুলিকেও নয়া কর কাঠামোতে বিক্রি করতে হবে। পণ্যে এমআরপি বেশি থাকলেও গ্রাহকদের বর্তমান দামেই তা বিক্রি করতে হবে। অবশ্য গত ১২ ও ১৩ সেপ্টেম্বর ন্যশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথোরিটি (NPPA) জানিয়ে দেয়, ওষুধ প্রস্তুতকারী সমস্ত সংস্থাকে নয়া জিএসটি হারে এমআরপি আপডেট করার জন্য। যদি দোকানদার নয়া জিএসটির তুলনায় বেশি দাম নেন সেক্ষেত্রে ন্যশনাল কনজিউমার হেল্পলাইনে অভিযোগ জানানো যাবে। সেক্ষেত্রে দোকানীর জরিমানা বা জেল হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ