সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল ভূমিকম্পে (Turkey Earthquake) বিধ্বস্ত তুরস্কের দিকে সবার আগে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। ভূমিকম্পের পরের দিনই সেদেশে গিয়ে কাজ শুরু করেছিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দু’সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রমের পর অবশেষে দেশে ফিরল ভারতের উদ্ধারকারী দল। অপারেশন দোস্তও (Operation Dost) প্রায় শেষ বলেই জানা গিয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেঁচে ফেরা জনতার হাততালির মধ্যেই কাজ শেষ করেছে ভারতের দল।
ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন, “জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) সব দল দেশে ফিরে এসেছে। সব মিলিয়ে ১৫১জন উদ্ধারকারী তুরস্কে (Turkey) গিয়েছিলেন। ভূমিকম্পে বিধ্বস্ত নুরদাগি ও আন্তাকিয়ার ৩৫টি জায়গায় কাজ করেছেন তাঁরা।”
Final NDRF team under returns home from Türkiye.
3 Teams of 151 personnel & dog squads extended assistance to earthquake affected Türkiye.
Teams executed search, rescue & relief operations including life detection in 35 worksites of Nurdağı & Antakya.
— Arindam Bagchi (@MEAIndia)
মোট তিনটি দল পাঠানো হয়েছিল তুরস্কে। তার মধ্যে ছিল ডগ স্কোয়াডের চার সদস্য। সুস্থ ভাবে দেশে ফিরেছে তারাও। দেশের পথে যাত্রা শুরু করেছে ভারতীয় সেনার মেডিক্যাল টিম। নিজেদের টি-শার্টে ভারতীয় সেনা (Indian Army) কর্মীদের সইও নিয়েছেন তুরস্কের সাধারণ মানুষ। প্রসঙ্গত, অস্থায়ী হাসপাতাল গড়ে প্রায় ৮০০ মানুষের চিকিৎসা করেছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, সোমবার দেশে ফিরবে বায়ুসেনার উদ্ধারকারী দল। মোট ২৫০ জন সেনাকর্মীকে তুরস্কের উদ্ধারকাজে পাঠানো হয়েছিল।
Türkiye | Indian Army Medical Facility at Iskenderun, Hatay concluded their services amidst gratitude and applause from the locals: Indian Army
— ANI (@ANI)
অন্যদিকে তুরস্ক সরকারের তরফে জানানো হয়েছে, রবিবারের মধ্যেই উদ্ধারকাজ শেষ হয়ে যাবে। ধ্বংসস্তূপের মধ্যে আর কারোওর আটকে থাকার সম্ভাবনা নেই। সবমিলিয়ে অন্তত ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে ভয়াবহ ভূমিকম্পের জেরে। বিপর্যয়ের মোকাবিলা করে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু তুরস্কের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.