পঞ্চভূতে বিলীন হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁকে শ্রদ্ধা জানাতে রাজধানী দিল্লির রাস্তায় ছিল মানুষের ঢল। নিগমবোধ ঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় মনমোহনের। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-সহ আরও অনেকে। তাঁর মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক চলছে দেশজুড়ে। অর্ধনমিত জাতীয় পতাকা।
দুপুর ১টা ৫: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন দিল্লিতে। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ আরও অনেকে।
দুপুর ১২টা ৪০: শেষকৃত্য শুরু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের।
LIVE: Last rites of former PM Dr. Manmohan Singh Ji
— Rahul Gandhi (@RahulGandhi)
দুপুর ১২টা ২০: শ্রদ্ধাজ্ঞাপন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের অন্যান্য নেতাদের।
| Delhi: CPP Chairperson Sonia Gandhi pays her last respects to former Prime Minister at Nigam Bodh Ghat, where his last rites will be performed.
— ANI (@ANI)
| Delhi: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi pays his last respects to former Prime Minister at Nigam Bodh Ghat.
(Source: DD News)
— ANI (@ANI)
দুপুর ১২টা ১০: মনমোহনকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।
| President Droupadi Murmu arrives at Nigam Bodh Ghat in Delhi to pay her last respects to former Prime Minister
(Source: DD News)
— ANI (@ANI)
| Delhi: Prime Minister Narendra Modi pays his last respects to former Prime Minister at Nigam Bodh Ghat
(Source: DD News)
— ANI (@ANI)
বেলা ১১টা ৫২: প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
| Delhi: Prime Minister Narendra Modi arrives at Nigam Bodh Ghat to attend the last rites of former Prime Minister
Former PM Dr Manmohan Singh died on 26th December at AIIMS Delhi
— ANI (@ANI)
বেলা ১১টা ৪৫: শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে শায়িত মনমোহনের দেহ।
| Delhi | Mortal remains of former Prime Minister at Nigam Bodh Ghat for his last rites.
Former PM Dr Manmohan Singh died on 26th December at AIIMS Delhi.
(Source: Congress)
— ANI (@ANI)
বেলা ১১টা ৪০: প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। বাতাসে ধ্বনিত, ‘মনমোহন অমর রহে।’
বেলা ১১টা ৩০: মনমোহনকে শেষ শ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
| Delhi | Union Home Minister Amit Shah arrives at Nigam Bodh Ghat to attend the last rites of former Prime Minister
Former PM Dr Manmohan Singh died on 26th December at AIIMS Delhi.
— ANI (@ANI)
বেলা ১১টা ২০: প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে আসছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা।
| Delhi | Leaders arrive at Nigam Bodh Ghat to attend the last rites of former Prime Minister
Former PM Dr Manmohan Singh died on 26th December at AIIMS Delhi.
— ANI (@ANI)
সকাল ১০টা ৩০: মনমোহনের স্মৃতিসৌধ নিয়ে কংগ্রেস-বিজেপি দ্বন্দ্বে মন্তব্য প্রাক্তন তারকা ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর। তবে শুক্রবার মধ্যরাতেই সবুজ সংকেত দেয় কেন্দ্র। দুদলের মধ্যে বাকযুদ্ধ চলার পর মোদি সরকার জানায়, মনমোহনের স্মৃতিসৌধ তৈরির জন্য জায়গা দেওয়া হবে। তবে সেজন্য কিছুটা সময় লাগবে। আগে মনমোহনের শেষকৃত্য সম্পন্ন করে তারপর তা নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে।
| Delhi: On the issue of allocating space for a memorial for former PM , Congress leader Navjot Singh Sidhu says, “When a person dies, all enmity vanishes with him… but politics is being played here. I ask a small question if Atal Ji’s last rites were to…
— ANI (@ANI)
সকাল ১০টা ১৫: কংগ্রেসের সদর দপ্তর থেকে বেরল মনমোহনের পার্থিব দেহ। শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ। শেষ শ্রদ্ধা জানাতে রাস্তায় মানুষের ঢল।
| Delhi | Mortal remains of former Prime Minister being taken to Nigam Bodh Ghat; his last rites will be performed here.
Former PM Dr Manmohan Singh died on 26th December at AIIMS Delhi.
— ANI (@ANI)
সকাল ১০টা: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যে থাকবেন তৃনমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
সকাল ৯টা ৪৫: শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তায় তিনি লিখেছেন, তাঁর কৌশলগত দূরদর্শিতা ও রাজনৈতিক সাহসিকতা ছাড়া আমেরিকা ও ভারতের বন্ধন এতটা মজবুত হত না।
সকাল ৯টা ৩৫: স্বামীকে শ্রদ্ধা জানাতে কংগ্রেসের সদর দপ্তরে এলেন গুরশরণ কৌর। সঙ্গে রয়েছেন মেয়ে দমন সিং।
সকাল ৯টা ২০: মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে এসেছেন ভারতে নিযুক্ত প্যালেস্টাইনের রাষ্ট্রদূত এলরাজেগ আবু জাজের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “জ্ঞানী ব্যক্তি, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন অর্থনীতিবিদকে হারিয়েছে ভারত। সকল ভারতীয়, সমস্ত বন্ধু ও কংগ্রেস পার্টিকে আজ আমরা গভীর সমবেদনা জানাতে এসেছি।
| Delhi | On the demise of former Prime Minister Dr Manmohan Singh, Abed Elrazeg Abu Jazer, Charge d’affaires of the Palestine Embassy in New Delhi says, “We today present our deepest condolence to the Congress party and the people of India, to all the friends and family…
— ANI (@ANI)
সকাল ৯টা ১০: প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিধিনিষেধ জারি দিল্লি ট্রাফিক পুলিশের। যানজট কমাতে সাধারণ মানুষকে প্রধান রাস্তাগুলো এড়িয়ে অন্য রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজা রাম কোহলি মার্গ, রাজঘাট রেড লাইট, সিগনেচার ব্রিজ এবং যুধিষ্ঠির সেতুর পথ পরিবর্তন করা হয়েছে।
| Delhi | Mortal remains of former Prime Minister being taken to AICC headquarters.
The mortal remains will be kept there for the party workers to pay their last respects.
— ANI (@ANI)
সকাল ৯টা: আজ শনিবার ১১টা ৪৫ মিনিটে দিল্লির নিগমবোধ ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। সকাল সাড়ে ৯টায় কংগ্রেসের সদর দপ্তর থেকে শুরু হবে শেষযাত্রা।
| Delhi | Mortal remains of former Prime Minister being taken inside the AICC headquarters.
The mortal remains will be kept there for the party workers to pay their last respects.
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.