প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গল সাফারি মানেই ভ্রমণ ও অ্যাডভেঞ্চারের এক নিখাদ মিশেল। কিন্তু সেই সফর যদি আচমকাই হয়ে ওঠে ভয়ংকর! ভয়াল প্রাণী যদি সটান চড়ে বসে গাড়িতে? বেঙ্গালুরুর ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে ঘটে গিয়েছে এমনই হাড়হিম ঘটনা। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
ঠিক কী দেখা যাচ্ছে ভিডিওয়? সেখানে দৃশ্যমান, জঙ্গল সাফারির গাড়িতে আক্রমণ করেছে একটি চিতাবাঘ। জানলায় প্রায় চড়ে বসে সে ভিতরে ঢোকারও চেষ্টা করছে। চিতাবাঘের নখের আঁচড়ে এক নাবালক আহত হয়েছে বলেই জানা যাচ্ছে। ভিডিও প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসেছে পার্ক কর্তৃপক্ষ।
স্বাধীনতা দিবসে পরিবারের সঙ্গে জঙ্গল সাফারির উদ্দেশ্যে এসেছিল ওই নাবালক। গাড়ির জানলায় জালের বাইরে হাত বের করে সে। তখনই ঘটে ওই হাড়হিম ঘটনা। জঙ্গলের বাসিন্দা একটি চিতাবাঘ ওই গাড়িতে হামলা করে। রীতিমতো জানলা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে প্রাণীটি। পিছনের গাড়ি থেকে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন একজন। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও শেষমেশ বড় কোনও ক্ষতি হয়নি কারও। তবু সামান্য এদিক থেকে ওদিক হলে কী অঘটন হয়ে যেত তা ভেবেই ভয়ে কাঁপছে নেটদুনিয়া।
A 13-year-old boy was attacked by a leopard at the Bannerghatta Biological Park in Bengaluru on Friday afternoon when the boy was on a safari along with his parents. The leopard attacked the boy through the window of the vehicle when the driver had stopped for the visitors to see…
— Karnataka Portfolio (@karnatakaportf)
চিতাবাঘের নখের আঁচড়ে ওই নাবালক অল্পবিস্তর জখম হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাফারির সময় গাড়িতে যথেষ্ট নিরাপত্তা ছিল না বলেও অভিযোগ উঠছে। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গাড়িটিতে এসি ছিল না। তাই জানলার কাচ খোলা ছিল। নাবালক জালের বাইরে হাত বের করেছিল বলেই এই ঘটনাটি ঘটেছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.