Advertisement
Advertisement
Omar Abdullah

‘ওঁর পদোন্নতি, আমার অবনতি’, মোদির সামনেই উপরাজ্যপালকে খোঁচা মুখ্যমন্ত্রী ওমরের

জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করলেন মুখ্যমন্ত্রী।

LG got promoted, I got demoted, says Omar Abdullah
Published by: Amit Kumar Das
  • Posted:June 6, 2025 6:54 pm
  • Updated:June 6, 2025 7:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চন্দ্রভাগা রেলব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সরকারি অনুষ্ঠানে বেনজির দৃশ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনেই জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাকে খোঁচা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার। জানালেন, ‘ওঁর (মনোজ সিনহা) পদোন্নতি হলেও, আমার পদাবনতি (ডিমোশন) হল।’ পাশাপাশি ওই মঞ্চ থেকে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা। এদিকে ২০১৪ সাল থেকে ১৯ সাল পর্যন্ত মোদি সরকারের রেল প্রতিমন্ত্রী ছিলেন মনোজ সিনহা। অতীতের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে এদিন ওমর আবদুল্লা বলেন, “এর আগে জম্মু ও কাশ্মীরে আনন্তনাগ রেল স্টেশন, বানিহাল রেল সুড়ঙ্গের উদ্বোধনে আমি ছিলাম। ২০১৪ সালে আমার প্রথম মেয়াদের শেষ অনুষ্ঠানও এখানে কাটরায় হয়েছিল। সেবার আপনি (নরেন্দ্র মোদি) প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।” এরপরই ওমর বলেন, ২০১৪ সালে এখানে আমরা চারজন ছিলাম। মনোজ সিনহা তখন রেল প্রতিমন্ত্রী ছিলেন। এখন তিনি লেফটেন্যান্ট গভর্নর হয়েছেন। অর্থাৎ ওঁর পদোন্নতি হয়েছে। আর আমি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হয়েছি। অর্থাৎ আমার অবনতি হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নিয়েছিল মোদি সরকার। ওই একইসঙ্গে জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। একটি জম্মু ও কাশ্মীর অন্যটি লাদাখ। সেই ঘটনার প্রায় একদশক পর কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট হয়েছে গত বছর। সেই প্রসঙ্গ মনে করিয়ে এদিন ওমর আবদুল্লা আরও বলেন, “আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে জম্মু ও কাশ্মীর শীঘ্রই রাজ্যের মর্যাদা ফিরে পাবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ