Advertisement
Advertisement
Kashmir

পহেলগাঁওয়ের পরেই বন্ধ! সন্ত্রাস শঙ্কা নিয়েই খুলছে কাশ্মীরের ১২টি পর্যটনস্থল, তবে বৈসরন বন্ধই

তালিকায় কোন জায়গাগুলি রয়েছে?

LG manoj sinha says 12 tourist spots to be reopen in Jammu-Kashmir

ফাইল ছবি।

Published by: Kousik Sinha
  • Posted:September 27, 2025 11:45 am
  • Updated:September 27, 2025 12:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের শঙ্কা মাথায় নিয়েই খুলছে জম্মু ও কাশ্মীরের ১২ টি পর্যটন কেন্দ্র।  গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই বন্ধ রাখা হয়েছিল এই পর্যটন কেন্দ্রগুলি। সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই এই ১২ টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার কথা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। ১২ টি পর্যটন কেন্দ্রের মধ্যে সাতটি কাশ্মীরের এবং পাঁচটি জম্মুর বলে জানা যাচ্ছে। তবে এখনই খুলছে না বৈশরণ ভ্যালি। নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কাতেই এই পর্যটন কেন্দ্রটি খোলার সাহস দেখাল না? গত কয়েকমাসে একাধিকবার সেনা এবং জঙ্গিদের মধ্যে সংঘাতের ঘটনা ঘটেছে। এই অবস্থায় যে জায়গাগুলি খোলা হচ্ছে সেখানে পর্যটকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকবে তো?  

Advertisement

প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার নেতৃত্বে ‘ইউনিফাইড কমান্ডে’র সদর দপ্তরে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। যেখানে সুরক্ষাজনিত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এরপরই কাশ্মীরে সাতটি এবং জম্মুতে পাঁচটি পর্যটন স্থান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, শুক্রবারের ওই বৈঠকে সেনার শীর্ষ আধিকারিকরা ছাড়াও, স্থানীয় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এহেন সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সোশাল মিডিয়ায় গভর্নর মনোজ সিনহা লিখছেন, ‘কাশ্মীর উপত্যকার আরু ভ্যালি, র‍্যাফটিং পয়েন্ট ইয়ান্নার, আক্কাডা পার্ক, পাদশাহি পার্ক এবং কামান পোস্ট। এছাড়াও জম্মু ডিভিশনের দাগন টপ, রামবান, কাঠুয়ায় ধাগ্গার, সালালের শিবক্যাভ এবং রেসাই নতুন করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বাড়তে থাকে উত্তেজনা। নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু-কাশ্মীরের ৫০ টি পর্যটন কেন্দ্র বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রভাব পড়ে সে রাজ্যের পর্যটনে। নতুন করে ছন্দে ফিরেছে ভূস্বর্গ। তাই উৎসবের আবহে ১২টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ