সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাড়ার রাস্তায় বড়সড় চেহারার জন্তুটিকে হাঁটতে দেখে প্রথমে খানিকটা চমকেই গিয়েছিলেন অধিবাসীরা। কৌতূহলে উঁকি ঝুঁকিও দিয়েছিলেন। কিন্তু তারপরই চক্ষু ছানাবড়া। আস্ত একটা সিংহী হেঁটে বেড়াচ্ছে রাস্তায়! তাও দিনের আলোয়!
না কোনও সার্কাস নয়। এরকমই ঘটনা ঘটল গুজরাতের বীরপুর গ্রামে। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে সেই ঘটনার। দেখা যাচ্ছে, শুনসান রাস্তার উপর দিয়ে নিজের মর্জিতে হেঁটে চলেছেন সিংহী। বেশ দ্রুতগতিতে। তার আগেই সতর্ক হয়ে গিয়েছেন অধিবাসীরা। ফলত ধারেকাছে কারও থাকার প্রশ্নই নেই। দেখা যাচ্ছে, কোনও বাড়ির জানালার ধার ঘেষে চলে যাচ্ছে সিংহী। অবশ্য একটু এগিয়ে যেতেই পিছনে নেমেছে মানুষের ঢল। এর মধ্যেই খবর দেওয়া হয় বনবিভাগকে। কর্মীরা এসে শেষে ফিরিয়ে নিয়ে যায় সিংহটিকে।
কীভাবে রাজপথে চলে এল সিংহ তা খতিয়ে দেখা হচ্ছে। খাবারের অভাবেই সাধারণ মাংশাসি প্রাণীরা লোকালয়ে চলে আসে। এক্ষেত্রেও তা হয়েছিল কি না, তাও দেখা হবে। তবে সে তো পরের কথায়। পাড়ার রাস্তায় সিংহির বীরদর্পে হাঁটার কথা ভেবেই এখনও যেন আতঙ্কিত বীরপুরের অধিবাসীরা।
: Lioness roams on streets of Virpur village in Sasan Gir area, Amreli (Gujarat); later forced to return by Forest Dept
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.