সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের নাগরিকদের উপর আর্থিক বোঝা কমাতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে লকডাউন (Lock Down 2.0) ক্রমশ শিথিল করছে কেন্দ্র। গত ২০ এপ্রিল থেকে লকডাউনের বিধিনিষেধ অনেকটাই শিথিল করা হয়েছে। মঙ্গলবার নতুন নির্দেশিকা দিয়ে বিধিনিষেধ আরও শিথিল করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেন্দ্র। তরফে রাজ্যগুলির কাছে নয়া নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী ছাড় মিলছে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে।
১। মোবাইল রিচার্জ এবং প্রিপেড সেন্টার ছাড়ের আওতায়।
২। গরমের জন্য ফ্যানের দোকান ছাড়ের আওতায়।
৩। যারা বৃদ্ধদের আয়ার কাজ করেন তাঁদের লকডাউনে ছাড়।
৪। পড়ুয়াদের অসুবিধা দূর করতে সমস্ত পাঠ্যবইয়ের দোকান ছাড়ের আওতায়।
৫। চালকল, ডালকল, শহরাঞ্চলের বেকারিও ছাড়ের আওতায়।
৬। মৌমাছি, উদ্যানপালন, কৃষিক্ষেত্রে ব্যবহৃত সমস্ত গুদাম লকডাউনের আওতার বাইরে।
৭। কৃষি ও উদ্যানপালনের গবেষণাকেন্দ্রগুলিও লকডাউনের আওতার বাইরে।
লকডাউনে ছাড় নিয়ে বহু মানুষের মনে সংশয় রয়েছে। সেই সংশয় দূর করতেই মঙ্গলবার নতুন করে বিবৃতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক (home ministry)। তাতে নতুন কয়েকটি ক্ষেত্রে ছাড়ের কথা বলা হলেও সমস্ত ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কঠোরভাবে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেই গত ২০ এপ্রিল থেকে একগুচ্ছ ছাড়ের কথা ঘোষণা করেছে কেন্দ্র। যার মধ্যে উল্লেখযোগ্য কৃষিক্ষেত্র, গ্রামীণ শিল্প, গ্রামীণ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, গ্রামীণ বেকারি শিল্প। গ্রামাঞ্চলে বহু ক্ষেত্রে স্বস্তি দেওয়া হলেও শহরাঞ্চলে সেভাবে বিরাট ছাড় দেওয়া হয়নি। শহরাঞ্চলের মানুষও বেশ কিছু ক্ষেত্রে স্বস্তি ফিরে পাবেন। এই নতুন ঘোষণায় স্বস্তি পাবেন বৃদ্ধ, থেকে পড়ুয়া সকলেই। পাশাপাশি গরমের হাত থেকে বাঁচারও রাস্তা খুলে দিয়েছে কেন্দ্র। কিন্তু এত ছাড়ের বহরে সামাজিক দূরত্ব বজায় থাকবে তো? সংশয় থাকছেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.