প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। দেশের ১৮তম লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের। এ বছর দেশের সাধারণ নির্বাচন হবে ৭ দফায়। নির্বাচন শুরু ১৯ এপ্রিল। লোকসভার ভোটগণনা ৪ জুন।
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এদিন জানিয়েছেন, সাত দফার ভোট হবে যথাক্রমে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। এই মুহূর্তে দেশে প্রায় ৯৬.৮০ কোটি ভোটার রয়েছেন। নতুন ভোটার প্রায় ১ কোটি ৮০ লক্ষ। যুব ভোটারের (২০-২৯ বছর বয়সি) সংখ্যা ১৯.৭৪ কোটি। এবার ৮৫ বছরের বেশি বয়সি ভোটারের সংখ্যা ৮২ লক্ষ। মোট পুরুষ ভোটার ৪৯.৭০ কোটি। এ বছর মহিলা ভোটার ৪৭.১০ কোটি। তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডার ভোটারের সংখ্যা প্রায় ৪৮ হাজার। ভোটকেন্দ্রের সংখ্যা প্রায় সাড়ে ১০ লক্ষ। এ বছর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে ৫৫ লক্ষ।
কমিশনের ঘোষণা করা সূচি:
প্রথম দফা: (১০২ কেন্দ্র)
তারিখ: ১৯ এপ্রিল
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 1
— Election Commission of India (@ECISVEEP)
দ্বিতীয় দফা: (৮৯ কেন্দ্র)
তারিখ: ২৬ এপ্রিল
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 2
— Election Commission of India (@ECISVEEP)
তৃতীয় দফা: (৯৪ কেন্দ্র)
তারিখ: ৭ মে
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 3
— Election Commission of India (@ECISVEEP)
চতুর্থ দফা: (৯৬ কেন্দ্র)
তারিখ: ১৩ মে
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 4
— Election Commission of India (@ECISVEEP)
পঞ্চম দফা: (৪৯ কেন্দ্র)
তারিখ: ২০ মে
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 5
— Election Commission of India (@ECISVEEP)
ষষ্ঠ দফা: (৫৭ কেন্দ্র)
তারিখ: ২৫ মে
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 6
— Election Commission of India (@ECISVEEP)
সপ্তম দফা: (৫৭ কেন্দ্র)
তারিখ: ১ জুন
Schedule for General Elections to Lok Sabha 2024
Phase 7
— Election Commission of India (@ECISVEEP)
ভোটগণনা: ৪ জুন।
সুষ্ঠু নির্বাচনের জন্য সবরকম বন্দোবস্ত করছে নির্বাচন কমিশন। রাজীব কুমার জানিয়েছেন, ভোটে যতদূর সম্ভব কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে। কোনও রাজ্যেই কোনও চুক্তিভিত্তিক কর্মীকে ভোটের কাজে ব্যবহার করা যাবে না। সোশাল মিডিয়া, টেলিভিশনের মাধ্যমেও নজর রাখা হবে। অ্যাপের মাধ্যমে বেনিয়মের অভিযোগ পেলে ১০০ মিনিটের মধ্যে সমাধান করা হবে।
কমিশন ভোট ঘোষণা করে দেওয়ার অর্থ আজ থেকেই কার্যকর হয়ে গেল নির্বাচনী আচরণবিধি। অর্থাৎ গোটা দেশের আইনশৃঙ্খলার ভার চলে গেল নির্বাচন কমিশনের হাতে। ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির নিয়ন্ত্রণও ভোটপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত চলে যাবে কমিশনের হাতে। কেন্দ্রের বর্তমান ক্ষমতাসীন সরকার আর কোনও জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করতে পারবে না।
LIVE ANI Multimedia: Lok Sabha election 2024 | Election Commission of India Announces Polling Dates
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.