দেশে লোকসভা ভোটের (Lok Sabha Election 2024)আজ তৃতীয় দফা। বাংলার ৪ লোকসভা কেন্দ্র-সহ দেশের মোট ১১ রাজ্যের ৯৩ টি কেন্দ্রে ভোটগ্রহণ। ভোটের লাইনে প্রতিবেশী অসম, বিহারের বাসিন্দারা। সুষ্ঠুভাবে নির্বিঘ্নে ভোট গ্রহণ পর্ব মেটাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর প্রচুর জওয়ান। বাংলার ৪ কেন্দ্র – মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের নিরাপত্তায় থাকছে ৩৩৪কোম্পানি বাহিনী। দিনভর ভোট সংক্রান্ত সমস্ত আপডেট Sangbad Pratidin.in – এ।
সন্ধে ৭.২০: তৃতীয় দফায় রাজ্যে ভোট পড়ল ৭৩.৯৩ শতাংশ। এর মধ্যে মালদহ উত্তরে ভোট পড়েছে ৭৩.৩০ শতাংশ. মালদহ দক্ষিণে ৭৩.৬৮ শতাংশ, জঙ্গিপুরে ৭২.১৩ শতাংশ এবং মুর্শিদাবাদে ৭৬.৪৯ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে মালদহ উত্তরে ৮০.২৮ শতাংশ, মালদহ দক্ষিণে ৮১.০৬ শতাংশ, জঙ্গিপুরে ৮০.৭২ শতাংশ এবং মুর্শিদাবাদে ৮৪.২৮ ভোট পড়েছিল।
বিকেল ৪.৫৫: সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ সিং। জিয়াগঞ্জে ৬ নম্বর প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয়ে তিনি ভোট দেন।
দুপুর ৩.৪১: দুপুর তিনটে পর্যন্ত রাজ্যের চার কেন্দ্রে গড়ে ভোট পড়ল ৬৩.১১ শতাংশ। সর্বাধিক ভোটদান হয়েছে মুর্শিদাবাদে – ৬৫ শতাংশ। ভগবানগোলা উপনির্বাচনে ভোটের হার ৬১.১৮ শতাংশ।
দুপুর ৩.৩০: ছত্তিশগড়ের সরগুজা কেন্দ্রে ব্যতিক্রমী দৃশ্য। এক পরিবারের পাঁচ প্রজন্মের প্রতিনিধিরা একইসঙ্গে ভোট দিলেন ওই কেন্দ্রে।
দুপুর ৩.১১: সামশেরগঞ্জের হীরানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ২১৯ নং বুথে ফের কংগ্রেসের উপর হামলা। রোমি শেখ, জাভা শেখ নামে দুই এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জখম অবস্থায় দুজন ভর্তি জঙ্গিপুর হাসপাতালে।
দুপুর ২.২০: মালদহ দক্ষিণের অন্তর্গত সামশেরগঞ্জের জোতশালীর ১২৫, ১২৬ নং বুথে অশান্তি বাঁধানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট দিতে আসা বৃদ্ধ কংগ্রেস সমর্থকের পা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ।
দুপুর ১.৫৩: দুপুর ১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার গড়ে ৪৯.২৭ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল মুর্শিদাবাদে – ৫০.৫৮ শতাংশ। বাকি তিন কেন্দ্রেই ৫০ শতাংশের কম। লোকসভা নির্বাচনের পাশাপাশি ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। সেখানে ১টা পর্যন্ত ৪৬.৪ শতাংশ ভোট পড়ল।
দুপুর ১.৩৫: মালদহ দক্ষিণের অন্তর্গত সুজাপুরের নয়মৌজা জুনিয়ার গার্লস হাই মাদ্রাসার একটি বুথ থেকে বের করে তৃণমূল এজেন্ট-সহ তিন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারধর। আহতদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। এলাকায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন দক্ষিণ মালদহের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান।
দুপুর ১.২৩: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে সরব তৃণমূল নেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নির্বাচন কমিশনকে এনিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন তিনি।
VIDEO | “We are seeing since morning that the central forces are trying to intimidate the voters. They are trying to stop the voters from giving their votes. We have also received certain complaints and taking care of that. We are also appealing the Election Commission of India…
— Press Trust of India (@PTI_News)
দুপুর ১.১০: ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রকাশ্যে বোমাবাজির অভিযোগ। সাধারণ ভোটারদের ভোটদানে বাধা দিতে রাস্তায় মুড়ি-মুড়কির মতো বোমা ফাটানোর অভিযোগ দুষ্কৃতীদের। ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্য ছড়াল উত্তর মালদার রতুয়া ১ নং ব্লকের চাঁদমণি ২ নং অঞ্চলের বাটনা এলাকায়।
দুপুর ১২.৫৩: মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথে ভোটারদের ওআরএস বিলি করছে পুলিশ।
দুপুর ১২.২২: বেলা ১১টা পর্যন্ত রাজ্যের চার কেন্দ্র থেকে নির্বাচন কমিশনে দায়ের হয়েছে ২৯৮ টি অভিযোগ। মুর্শিদাবাদ কেন্দ্র থেকে অশান্তির সবচেয়ে বেশি অভিযোগ এসেছে বলে কমিশন সূত্রে খবর। সিপিএমের তরফে সবচেয়ে বেশি অভিযোগ রয়েছে।
দুপুর ১২.০৬: বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ঘটনা ঘিরে সকাল থেকে উত্তেজনা মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রতুয়া ১ নম্বর ব্লকের হলদিবাড়ি এবং চাঁদমনি বুথে। তার পাশাপাশি এই দুটি বুথে শাসকদলও ভোটারদের ভোটদানে বাধা দেয় বলে অভিযোগ।
বেলা ১১.৫১: ভোটের কাজ করতে করতেই মর্মান্তিক মৃত্যু। বিহারের সুপৌলে মৃত্যু প্রিসাইডিং অফিসারের। প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি।
বেলা ১১.৪০: বেলা ১১টা পর্যন্ত বাংলার চার কেন্দ্রে ভোটদানের গড় হার ৩২.৮২ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ল জঙ্গিপুরে – ৩৩.৮১ শতাংশ, মুর্শিদাবাদের ভোটের হার ৩২.৭২ শতাংশ। মালদহ উত্তর ও দক্ষিণে ভোটদানের হার যথাক্রমে ৩১.৭৩ শতাংশ ও ৩৩ শতাংশ। বেশিরভাগ রাজ্যে ভোটদানের হার ৩০ শতাংশের কম।
25.41% voter turnout till 11 am for phase 3 of
Assam 27.34%
Bihar 24.41%
Chhattisgarh 29.90%
Dadra & Nagar Haveli And Daman & Diu 24.69%
Goa 30.94%
Gujarat 24.35%
Karnataka 24.48%
Madhya Pradesh 30.21%
Maharashtra 18.18%
Uttar Pradesh 26.12%…— ANI (@ANI)
বেলা ১১.৩৫: আহমেদাবাদে ভোট দিলেন আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি। জনতার কাছে তাঁর আবেদন, ভারত এগোচ্ছে। সেই অগ্রগতির স্বার্থে সকলে ভোটাধিকার প্রয়োগ করুন
| After casting his vote in Ahmedabad, Gujarat, Adani group chairman Gautam Adani says, “Today is the festival of democracy and I appeal to people to come out and vote. India is moving forward and will continue to do so.”
— ANI (@ANI)
বেলা ১১.২১: মুর্শিদাবাদের লোচনপুরে সিপিএম প্রার্থী সেলিমকে ‘গো ব্যাক’ স্লোগান ঘিরে অশান্তি। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
বেলা ১১.০২: ভোট দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কর্নাটকের কালবুর্গির কেন্দ্রে জামাইকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন।
| Karnataka: Congress national president Mallikarjun Kharge casts his vote at a polling station in Kalaburagi.
Congress has fielded party chief Mallikarjun Kharge’s son-in-law Radhakrishna Doddamani from Kalaburagi constituency and BJP has fielded Umesh G Jadhav.…
— ANI (@ANI)
সকাল ১০.৫৬: উত্তরপ্রদেশের সাইফাইতে ভোট দিলেন সস্ত্রীক অখিলেশ যাদব। মইনপুরী কেন্দ্রের সমাজবাদী পার্টির প্রার্থী অখিলেশপত্নী ডিম্পল যাদব।
| Samajwadi Party (SP) chief Akhilesh Yadav, his wife and SP candidate from Mainpuri Lok Sabha Seat, Dimple Yadav leave from a polling station in Saifai, Uttar Pradesh after casting their votes for
— ANI (@ANI)
সকাল ১০.৪৪: ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে ঘিরে বিক্ষোভ। পুলিশের সঙ্গে বচসা প্রার্থীর।
সকাল ১০.২৫: গাজোলের দেওতলা ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে ৫৫ নং বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মালদহ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।
সকাল ১০.১০: চব্বিশের ভোটেও শীতলকুচির ছায়া! জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের গলায় শীতলকুচি প্রসঙ্গ। বললেন, ”একুশের বিধানসভা ভোটে আমরা শীতলকুচি শুনেছিলাম, এবারও প্রয়োজনে তেমনটা করতে পারে কমিশনের নিরাপত্তা বাহিনীরা।” তা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করে সরব তৃণমূল। এনিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ সুপার।
2021: Sitalkuchi Massacre
2024: Jangipur tragedy?‘s Phase-III strategy is clear from the threats issued by their Jangipur candidate Dhananjay Ghosh, who openly spoke about unleashing another Sitalkuchi tragedy in Bengal.The hatred for Bengal runs deep within their…
— All India Trinamool Congress (@AITCofficial)
সকাল ১০.০৬: প্রথম দুঘণ্টায় বাংলাতেই ভোটদানের হার সবচেয়ে বেশি। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে, ৬.৬৪ শতাংশ। গুজরাট ও কর্ণাটকে ১০ শতাংশের কম ভোট পড়ল।
সকাল ৯.৫৬: সিপিএম কর্মীদের ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ করিমপুরে। শুভরাজপুর ৩৫ নম্বর বুথের ঘটনায় অভিযুক্ত তৃণমূল।
সকাল ৯.৪৫: সকাল সাড়ে ৯টা পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রের ১৭% ভোট পড়েছে বলে জানাল জেলা নির্বাচন কমিশন। নটা পর্যন্ত জঙ্গিপুরে ভোট পড়ল ১৬.৯৫ শতাংশ। মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোটদানের হার ১৫ ও ১৬ শতাংশ।
সকাল ৯.৩৬: কোতয়ালি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন গনি পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। ভোট দেওয়ার পর তাঁর মন্তব্য, মালদহ দক্ষিণ কেন্দ্রে গনি ম্যাজিক নয়, মমতা ম্যাজিক কাজ করবে। পাশাপাশি একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত চারবারের সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং তাঁর ছেলে তথা বাম-কংগ্রেস জোট প্রার্থী ঈশা খান চৌধুরী।
সকাল ৯.২৩: মুর্শিদাবাদের লোচনপুরে সিপিএম প্রার্থী সেলিমকে ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান। তৃণমূল কর্মীদের সঙ্গে হাতাহাতিতে জড়ান সেলিম।
সকাল ৯.১১: আহমেদাবাদে সপরিবারে ভোট দিলেন অমিত শাহ। এত গরমে ভোটদানে আমজনতার স্বতঃস্ফূর্ত উৎসাহ দেখে খুশি তিনি।
| Union Home Minister Amit Shah, his family members show their inked fingers after casting their votes at a polling booth in Ahmedabad, Gujarat
— ANI (@ANI)
সকাল ৮.৫৯: হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম তোফিতে নিজের গ্রামের বুথে ভোট দিলেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান।
সকাল ৮.৪৬: মহারাষ্ট্রের লাটুরে সকাল সকাল ভোটের লাইনে বি টাউনের সেলিব্রিটি দম্পতি রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা। ভোটের পর নিজেদের বক্তব্যও রাখলেন সংবাদমাধ্যমের সামনে। সকলকে ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে সতর্ক করলেন জেনেলিয়া।
| Maharashtra: Actor Riteish Deshmukh and his wife Genelia Deshmukh cast votes at a polling booth in Latur.
NDA has fielded sitting MP Sudhakar Tukaram Shrangare against INDIA Alliance’s Kalge Shivaji Bandappa.
— ANI (@ANI)
সকাল ৮.৪০: সিপিএমের এজেন্টকে মারধরের খবর পেয়ে রানিনগরের গোপীনাথপুরে পৌঁছন প্রার্থী সেলিম। এজেন্টকে উদ্ধার করে ফের ৩৬ নং বুথে নিয়ে গিয়ে বসান। সেলিমের অভিযোগ, বুথে নকল এজেন্ট বসিয়েছে অন্যান্য রাজনৈতিক দল। তৃণমূলের ‘ভুয়ো’ এজেন্টকে কলার ধরে বুথ থেকে বের করে দেন সেলিম নিজে। গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
সকাল ৮.৩৪: রানিনগরের মরিচা নিচুপাড়ায় কবরস্থানে বোমা বিস্ফোরণ। হিরা বিবি নামের এক বাসিন্দার বাড়ির পিছনে জোট প্রার্থীদের অনুগামীরা বোমা ফাটিয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, ভোট দিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয় স্বামী-স্ত্রীকে।
সকাল ৮.২১: ভোটকেন্দ্রের বাইরে মোদিকে ঘিরে ভিড় অনুরাগীদের। তাঁদের আবদার মেনে হাতেই সই দিলেন প্রধানমন্ত্রী।
| Prime Minister Narendra Modi greets people after casting his vote for at a polling booth in Ahmedabad, Gujarat
— ANI (@ANI)
সকাল ৮.১০: জঙ্গিপুরে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের সঙ্গে বুথের বাইরে স্থানীয় তৃণমূল নেতার বচসা, হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অজগর পাড়া ৪৪ নম্বর বুথের ঘটনা। রঘুনাথগঞ্জ ১ নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম ঘোষের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ।
দেখুন ভিডিও:
সকাল ৮.০৬: রানিনগরে সিপিএম প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভয়ে কলাবাগানে ঢুকে আশ্রয় নিলেন ওই এজেন্ট। সকাল থেকে ভোট পরিস্থিতি দেখতে নিজের এলাকায় ঘুরছেন মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম।
সকাল ৮: তৃতীয় দফা ভোটে দেশবাসীকে গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার আহ্বান মোদির। শুভেচ্ছা জানালেন গান্ধীনগরের দলীয় প্রার্থী অমিত শাহকে। এদিন ভোটের আগে X হ্যান্ডলে বাংলায় পোস্ট করেন বঙ্গবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন শাহ।
আমি পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ করছি যে, যারা আজ তৃতীয় দফার নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন তারা অবশ্যই একটি দুর্নীতিমুক্ত সরকার গঠনের পক্ষে ভোট দিন, যারা সকলের জন্য সমান অধিকার সুনিশ্চিত করবে, যারা মহিলাদের উপযুক্ত সম্মান দেবে, অবৈধ অনুপ্রবেশকে বন্ধ করবে, তোষণ নীতির…
— Amit Shah (Modi Ka Parivar) (@AmitShah)
সকাল ৭.৪৭: নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন নরেন্দ্র মোদি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে দেখালেন সেই চিহ্ন।
| Prime Minister Narendra Modi shows his inked finger after casting his vote at a polling booth in Ahmedabad, Gujarat
— ANI (@ANI)
সকাল ৭.৩২: ভোট দিতে আহমেদাবাদে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। নিশান হায়ার সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন তিনি। গান্ধীনগরের ভোটার তিনি। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অমিত শাহ। মোদিকে স্বাগত জানাতে উপস্থিত শাহ।
সকাল ৭.১৫: মুর্শিদাবাদ কেন্দ্রের অন্তর্গত হরিহরপাড়ার ধরমপুর অঞ্চলে পাথরঘাটায় কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ। ডোমকলে বিক্ষিপ্ত অশান্তি।
সকাল ৭.১০: গুজরাটের গান্ধীনগরে ভোট দিলেন অমিত শাহ। ভোট দেবেন নরেন্দ্র মোদিও। এছাড়া অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, দিগ্বিজয় সিংয়ের মতো দেশের বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীরও ভাগ্য নির্ধারণ।
সকাল ৭টা: বাংলার চার কেন্দ্র-সহ দেশের মোট ৯৩ আসনে নির্বিঘ্নে শুরু ভোটগ্রহণ পর্ব। মুর্শিদাবাদ ও মালদহে ভোট শুরুর আগে সামান্য অশান্তি হলেও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট শুরু হয়েছে শান্তিপূর্ণভাবে।
Voting begins for 93 seats in third phase of Lok Sabha elections
Read Story |
— ANI Digital (@ani_digital)
সকাল ৬.৪০: লোকসভা ভোটের তৃতীয় দফায় পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দাদরা ও নগর হাভেলির মোট ৯৩ কেন্দ্রে ভোটগ্রহণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.