Advertisement
Advertisement
Online Gaming Bill

অনলাইন বেটিং রুখতে গেমিং বিল পেশ কেন্দ্রের, বিপাকে বহু সংস্থা

লক্ষ্য ভারতকে গেমের রাজধানী বানানো, বলছে মোদি সরকার।

Lok Sabha passes Promotion and Regulation of Online Gaming Bill by voice vote
Published by: Subhajit Mandal
  • Posted:August 20, 2025 7:50 pm
  • Updated:August 20, 2025 8:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে গেমে বিপুল লেনদেন, প্রতারণা এবং আসক্তি নিয়ন্ত্রণ করতে নয়া বিল পেশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বুধবার ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ নামের বিলটি লোকসভায় পেশ করলেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ধ্বনিভোটে বিলটি পাশও হয়ে গেল।

Advertisement

কী আছে ওই বিলে?
কেন্দ্রের প্রস্তাবিত বিলে বলা হচ্ছে, অনলাইনে বেটিং সংস্থা চালানো অপরাধ। অনলাইন গেমিং পরিচালনা করলে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং তিন বছর পর্যন্ত জেলের সাজার প্রস্তাব রয়েছে।
কোনওরকম অস্বীকৃত বেটিং অ্যাপ বা গেমের বিজ্ঞাপন বা প্রমোশন করা যাবে না। তাতে জরিমানা হতে পারে।
অস্বীকৃত অনলাইন অ্যাপে রোজগার করা টাকা, বা ওই ধরনের কোনও অ্যাপে টাকা বিনিয়োগ ব্যাঙ্কের মাধ্যমে করা যাবে না। অর্থাৎ অস্বীকৃত অ্যাপে ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করা যাবে না।
বেআইনি বা অস্বীকৃত বেটিং অ্যাপ, বা রিয়াল মানি গেমিং অ্যাপ চালালে সেই ব্যক্তিকে কড়া শাস্তির মুখে পড়তে হবে।
আর্থিক লেনদেনে সংযুক্ত অস্বীকৃত অনলাইন গেম নিষিদ্ধ ঘোষণা করা হবে।

কেন্দ্র বলেছে, অনলাইন গেমসের আসক্তি যুবসমাজকে বিভ্রান্ত করছে। এই আসক্তি দূর করা দরকার। তাছাড়া অনলাইন বেটিং অ্যাপে রোজগারের নেশায় বহু মানুষ সর্বস্ব খোয়াচ্ছেন। এই সব গেমসের আসক্তি অবসাদ এবং আত্মহত্যা প্রবণতার বাড়ায়। এসব নিয়ন্ত্রণ করে দেশীয়, শিক্ষামূলক গেমিং অ্যাপকে উৎসাহ করাও কেন্দ্রের অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের সচিব বলছেন, “আমাদের উদ্দেশ্য ভারতের নিজস্ব গেম প্রস্তুতকারকদের উৎসাহ দেওয়া। আমরা ভারতকে বিশ্বের গেম তৈরির রাজধানী হিসাবে তুলে ধরতে চাই।”

বিশেষজ্ঞদের দাবি, এই বিল আইনে পরিণত হলে রীতিমতো ধসে পড়বে ভারতের গেমিং শিল্প। অনলাইন গেমে বাজি ধরার পিছনে প্রতি মাসে ভারতে গড়ে ১০ হাজার কোটি টাকার লেনদেন হয়। এর থেকে মোটা জিএসটিও পায় সরকার। কিন্তু নতুন বিলে লক্ষাধিক সংস্থা বিপাকে পড়বে বলে মনে করা হচ্ছে। তবে ড্রিম ইলেভেন বা মাই ইলেভেন সার্কেলের মতো ফ্যান্টাসি অ্যাপ এর মধ্যে পড়বে কিনা সেটা স্পষ্ট নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ