ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ডেরেক ও’ব্রায়েনের (Derek O’Brien) পর করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদ। এবার লুইজিনহো ফ্যালেইরোর (Luizinho Faleiro) শরীরে থাবা বসালো করোনা ভাইরাস (CoronaVirus)। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে টুইট করেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফ্যালেইরো। জানান, করোনা আক্রান্ত হয়েছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ মেনে বর্তমানে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। যাঁরা গত কয়েকদিনে সাংসদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষার পাশাপাশি আগাম সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন লুইজিনহো।
I have tested positive for and am isolating myself as per doctor’s advice.
Request all those who came in contact with me the past few days to get themselves tested as a precautionary measure. Stay safe!— Luizinho Faleiro (@luizinhofaleiro)
উল্লেখ্য, মঙ্গলবার সকালেই প্রকাশ্যে এসেছে রাজ্যসভার আরও এক তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের করোনা আক্রান্ত হওয়ার খবর। এদিন টুইট করে করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সামান্য উপসর্গ রয়েছে বলেও জানান তিনি। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। গত তিনদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন, প্রত্যেককে চিকিৎসের পরামর্শ নেওয়ার আরজি জানিয়েছেন তিনিও।
দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন (Omicron)। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রমণ ক্ষমতা ধরে করোনার এই অবতার। এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছডিয়েছে এই স্ট্রেন। ছোবল দিয়েছে প্রায় ২ লক্ষ মানুষকে। যার ফলে রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। এই পরিস্থিতিতে পরপর রাজ্যসভার দুই সাংসদ করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে ঘাসফুল শিবিরের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.