Advertisement
Advertisement
Supreme Court

‘বিখ্যাত করে দেওয়ার জন্য পথকুকুরদের ধন্যবাদ’, বলছেন বিতর্কিত রায় সংশোধন করা বিচারপতি

গোটা বিশ্বের পশুপ্রেমীরা তাঁকে আশীর্বাদ করছে, বলছেন সুপ্রিম কোর্টের বিচারপতি।

Made Me Famous Across World, Supreme Court Judge On Stray Dog Order
Published by: Subhajit Mandal
  • Posted:August 31, 2025 10:41 am
  • Updated:August 31, 2025 10:41 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন তাঁর পরিচিতি সীমাবদ্ধ ছিল শুধু আইনি মহলে। গত ২২ আগস্ট এক রায়ের পর দেশের প্রায় সব পশুপ্রেমী তাঁর নামের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছেন। জনমানসে এখন আগের চেয়ে অনেক বেশি বিখ্যাত তিনি। অকপটে স্বীকার করে নিচ্ছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ। বিচারপতি নাথ এর কৃতিত্ব দিচ্ছেন পথকুকুরদেরই।

Advertisement

কেরলের তিরুঅনন্তপুরমে ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথোরিটির এক অনুষ্ঠানে বিচারপতি নাথ বলছিলেন, পথকুকুরদের নিয়ে ২২ আগস্টের রায় তাঁকে বিখ্যাত করে দিয়েছে। আর সেটার কৃতিত্ব পথকুকুরদেরই। বিচারপতি নাথ বলছেন, “দীর্ঘদিন আমি শুধু আইনি মহলেই পরিচিত ছিলাম আমার বিভিন্ন কাজকর্মের জন্য। কিন্তু আমি পথকুকুরদের কাছে কৃতিত্ব যে ওরা আমাকে শুধু দেশের নয়, গোটা বিশ্বের নাগরিক সমাজে পরিচিত করে দিয়েছে। আমি প্রধান বিচারপতি বিআর গভইয়ের কাছেও কৃতজ্ঞ এই মামলায় আমাকে দায়িত্ব দেওয়ার জন্য।”

বিচারপতি বিক্রম নাথ বলছেন, “আমাকে কুকুরপ্রেমীরা বার্তা পাঠাচ্ছেন। আর তাছাড়া পথকুকুররাও তো আমাকে আশীর্বাদ করছে।” প্রসঙ্গত, গত ২২ আগস্ট পথকুকুরদের নিয়ে প্রাথমিক রায় সংশোধন করেছে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিডিশন বেঞ্চ। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়া। রায় সংশোধনের পর গোটা দেশের পশুপ্রেমীরাই ওই বিচারপতিদের ধন্যবাদ জানাচ্ছেন।

ওই সংশোধিত রায়ে বলা হয়, সব পথকুকুরকে রাস্তা থেকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানো হবে না। শীর্ষ আদালত জানায়, টিকা দেওয়ার পরে পথকুকুরদের পুরনো এলাকায় ফেরত পাঠানো যেতে পারে। বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, আক্রমণাত্মক আচরণ রয়েছে বা জলাতঙ্ক রোগে আক্রান্ত কুকুরদের টিকা দেওয়া হবে। যত্রতত্র কুকুরদের খাওয়ানোর উপরেও বিধিনিষেধ আরোপ করেছে শীর্ষ আদালত। পথকুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ