Advertisement
Advertisement
Madhya Pradesh

‘সব কাজ কি আমাকেই করতে হবে!’, প্রকাশ্যে পুলিশ সুপারকে ধমক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, তুঙ্গে বিতর্ক

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রদেশের রতলামের বিভিন্ন এলাকা।

Madhya Pradesh CM Mohan Yadav scold Ratlam SP of missmanagement

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 14, 2025 3:27 pm
  • Updated:September 14, 2025 3:46 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসমক্ষে মেজাজ হারালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। রতলামের পুলিশ সুপারকে প্রকাশ্যে ধমক মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। সেই ঘটনা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Advertisement

অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রদেশের রতলামের বিভিন্ন এলাকা। এর মধ্যে রয়েছে চাষ জমির একটা বড় অংশ। রবিবার এইসব এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। সেখানেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও কথা বলেন যাদব। এই সময় মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় করেন গ্রামবাসীরা। প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জনতা। সেই সময়, বিরক্ত মোহন যাদব খোঁজ করেন পুলিশ সুপারের। যাদব বলেন, “পুলিশ সুপার কোথায়? সব ব্যবস্থা কী আমাকেই করতে হবে?”

দ্রুত, এসপি অমিত কুমার ঘটনাস্থলে ছুটে আসেন। যাদবের ক্ষোভের মুখেই তাঁকে আস্বস্ত করে বারবার অমিত কুমার বলেন, “হ্যাঁ, স্যার। না, আমি করব স্যার”। স্থানীয় মানুষের ক্যামেরায় এই ভিডিও ধরা পরে। দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা জিতু পটোয়ারি যাদবের বিরুদ্ধে ক্ষভ উগড়ে দিয়েছেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘মিস্টার মুখ্যমন্ত্রী, আপনি ছবি, রিল, সংবাদ মাধ্যমের হেডলাইনের জন্য মন দিয়ে কাজ করছেন। আপনার হয়ত মনে হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কৃষকদের আসল দরকার সার্ভে, সার, বীজ, বীমা, ক্ষতিপূরণ, সরকারি সাহায্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আপনি দয়া করে সেই দিকে নজর দিন।’

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর সমর্থকরা দাবি করেন, গুরুত্বপূর্ণ পরিদর্শনের সময়ে ব্যবস্থা ত্রুটিহীন হওয়া জরুরি। তাই পুলিশকর্তাকে ধমক দিয়ে ঠিক করেছেন মোহন যাদব। যদিও, অনেকের মতে জনসমক্ষে সরকারি আধিকারিকদের সঙ্গে এমন ব্যবহার কর্মীদের মনোবল নষ্ট করে দেয়। মধ্যপ্রদেশের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ