Advertisement
Advertisement
Madhya Pradesh

‘মরে যান’, স্কুলের ফি নিয়ে অভিযোগ করতেই মন্তব্য মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্ক।

Madhya Pradesh minister's shocking comment to parents | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 30, 2021 2:10 pm
  • Updated:June 30, 2021 2:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরিস্থিতিতে দেশের অধিকাংশ স্কুলই বন্ধ। তবু মধ্যপ্রদেশের (Madhya Pradesh) একাধিক স্কুলে ফি হিসেবে মোটা টাকা  নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে রাজ্যের শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন একদল অভিভাবক। অভিযোগের পালটা মন্ত্রীর প্রতিক্রিয়া শুনে হতবাক অভিভাবকরা। কী এমন বললেন মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং?

Advertisement

অভিভাবকদের অভিযোগ, ফি সংক্রান্ত কোনও কথাই শুনতে চায়নি রাজ্য শিক্ষাদপ্তর। তাই তাঁদের প্রশ্ন ছিল, “সরকার কথা না শুনলে কোথায় যাব আমরা?” জবাবে মন্ত্রী ইন্দর সিং বলেন, “যা ইচ্ছে করুন। মরে যান।” মন্ত্রীর এমন প্রতিক্রিয়ায় হতবাক অভিভাবকরা। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। তাঁদের দাবি, ইন্দর সিং নিজে থেকে পদত্যাগ না করতে তাঁকে বহিষ্কার করুক রাজ্য সরকার। যদিও এ নিয়ে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত শিক্ষামন্ত্রী কিংবা মধ্যপ্রদেশ সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

[আরও পড়ুন: করোনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের]

কোভিড পরিস্থিতিতে স্কুল বন্ধ। কোথাও কোথাও অনলাইন ক্লাস চলছে। এ সময় টিউশন ফি ছাড়া অন্য কোনও ফি নিতে পারবে না স্কুলগুলি। দিন কয়েক আগে এই মর্মে রায় দিয়েছিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। কিন্তু বেশকিছু স্কুল এই অভিযোগ অমান্য করেছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। মধ্যপ্রদেশ মহা পালক সংঘ নামে একটি সংগঠন তৈরি করেছেন এই অভিভাবকরাই। সেই সংঘের সদস্য হিসেবে ৯০-১০০ জন অভিভাবক ভোপালে মন্ত্রীর বাসভবনে যান। সেখানে গিয়ে স্কুলের ফি নেওয়া প্রসঙ্গে অভিযোগ জানান। নিজেদের অসহায়তার কথা প্রকাশও করেন। সব শোনার পর শিক্ষামন্ত্রী ওই বিতর্কিত মন্তব্য করে বসেন। যা নিয়ে ইতিমধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে মধ্যপ্রদেশ মহা পালক সংঘের প্রেসিডেন্ট কমল বিশ্বকর্মা বলেন, মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিৎ। তিনি যদি অভিভাবকদের কথা না শোনেন তাহলে তাঁর পদত্যাগ করা উচিৎ। এই ইস্যুতে সোচ্চার হয়েছেন মধ্যপ্রদেশের কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সলুজা। তিনিও ইন্দর সিংয়েরপদত্যাগ দাবি করেছেন। সবমিলিয়ে শিক্ষামন্ত্রী মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল শিবরাজ সিং চৌহানের রাজ্যে।

[আরও পড়ুন: ফের জম্মুর আকাশে সন্দেহজনক ড্রোন, নিশানায় ভারতীয় সেনঘাঁটি!]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement