Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে পুলিশই লুটেরা! গাড়ি থেকে হাওয়ালার ১.৫ কোটি টাকা হাতিয়ে সাসপেন্ড ১০

গাড়ি থেকে হাওয়ালার ১.৫ কোটি টাকা লুট মধ্যপ্রদেশ পুলিশের!

Madhya Pradesh police allegedly loot hawala money from vehicle

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:October 11, 2025 8:26 pm
  • Updated:October 11, 2025 8:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা ছিল হাওয়ালার বেআইনি টাকা বাজেয়াপ্ত করার। তবে চোখের সামনে রাশি রাশি নোটের বান্ডিল দেখে দায়িত্ব ভুলল খোদ পুলিশ! টাকা বাজেয়াপ্ত করা দূর, কার্যত ডাকাত-লুটেরার ভূমিকায় দেখা গেল মধ্যপ্রদেশ পুলিশকে! গাড়ি থেকে ১ কোটি ৪৫ লক্ষ টাকা লুট ও গাড়ির চালককে মারধরের অভিযোগে এসডিপিও-সহ ১০ জন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গাড়িতে চাপিয়ে মধ্যপ্রদেশের কাটনি থেকে মহারাষ্ট্রে জালনায় বিপুল টাকা পাঠাচ্ছিলেন এক ব্যবসায়ী। বুধবার রাতে এই টাকা পাঠানোর সময় সিলাদেহি জঙ্গলের রাস্তায় পুলিশ গাড়িটিকে থামায়। তলাশি চালানোর সময় দেখা যায়, গাড়ির মধ্যে রয়েছে রাশি রাশি টাকা। অভিযোগ, সেই টাকা বাজেয়াপ্ত করার পরিবর্তে দায়িত্বে থাকা পুলিশকর্মীরা সেই টাকা রীতিমতো লুট করে নেন। এমনকী চালককে ব্যাপক মারধরও করা হয়। এরপরই গোটা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ও চালক। তার ভিত্তিতেই শুরু হয় তদন্ত।

পুলিশের তরফে জানানো হয়েছে, পুলিশের তরফে টাকা লুট করার অভিযোগ উঠতেই সঙ্গে সঙ্গে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জবলপুর পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি) প্রমোদ বর্মার নির্দেশে তদন্তে নামেন জবলপুরের অতিরিক্ত পুলিশ সুপার আয়ুশ গুপ্ত। বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখেন তিনি। এরপরই মধ্যপ্রদেশ পুলিশের ডিজি কৈলাস মাকওয়ানার নির্দেশে এসডিপিও পূজা পাণ্ডে-সহ ১০ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়। গোটা ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আশ্বস্ত করা হয়েছে পুলিশের তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ