Advertisement
Advertisement
Madras High Court

‘অনুশোচনা নেই, দায়িত্ববোধও’, বিজয়ের মিছিলে পদপিষ্টের ঘটনায় অভিনেতাকে ভর্ৎসনা হাই কোর্টের

তাঁর দলের নেতাদেরও তীব্র ভর্ৎসনা করেছে বিচারপতি সেন্থিলকুমার।

Madras High Court raps Vijay's party after stampede
Published by: Biswadip Dey
  • Posted:October 4, 2025 2:22 pm
  • Updated:October 4, 2025 2:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণী সুপারস্টার বিজয়ের মিছিলে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় তাঁর দল টিভিকে-কে তীব্র ভর্ৎসনা করল মাদ্রাজ হাই কোর্ট। বিচারপতি সেন্থিলকুমার জানালেন, বিজয় ও তাঁর দলের অন্যান্য নেতারা যাঁরা সেদিন তামিলনাড়ুর কারুরে উপস্থিত ছিলেন তাঁরা সকলেই ঘটনাস্থল থেকে দ্রুত চম্পট দিয়েছিলেন। কারও মধ্যেই কোনও অনুশোচনা লক্ষ করা যায়নি।

Advertisement

শনিবার উচ্চ আদালত জানিয়েছে, দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে যেভাবে দ্রুত চলে যান বিজয় ও তাঁর দলের বাকিরা, তাতে পরিষ্কার হয়ে গিয়েছে যে এই ঘটনায় কোনওরকম অনুশোচনা, দায়িত্ববোধ কিছুই দেখাননি তাঁরা। পাশাপাশি স্থানীয় পুলিশ যেভাবে তদন্ত করেছে তাতেও অসন্তোষ প্রকাশ করে হাই কোর্ট। সেই সঙ্গেই জানিয়ে দেওয়া হয়েছে টিভিকে নেতাদের প্রতি অনেক নরম মনোভাব দেখাচ্ছে রাজ্য প্রশাসন। পুরো বিষয়টি খতিয়ে দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত দু’জন টিভিকে নেতাকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে, খুনের নয়। অন্য এক শুনানিতে এক মাদুরাই বেঞ্চ ওই দুই অভিযুক্তের আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। জানিয়ে দিয়েছে, তদন্ত একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। তাই এখনও জামিন দেওয়া সম্ভব নয়। এদিকে হাই কোর্ট নির্দেশ দিয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম তথা সিট গঠন করতে। পাশাপাশি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে সিটের সঙ্গে সবরকম সহযোগিতা করার।

প্রসঙ্গত, ইতিমধ্যেই অভিনেতা বিজয়ের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এফআইআরে উল্লেখ রয়েছে, জেলায় অনেকক্ষণ আগে পৌঁছন বিজয়। তবে অনুষ্ঠানস্থলে পৌঁছতে প্রায় ঘণ্টাচারেক দেরি করেন তিনি। তার ফলে স্বাভাবিকভাবেই অধৈর্য হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত সকলে। আর তার ফলে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। বিজয়ের বিরুদ্ধে অনুমতি ছাড়াই রোড শো করার অভিযোগও রয়েছে। এদিকে, কারুরেএই মর্মান্তিক দুর্ঘটনার পর সোমবার সকালে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাড়িতে বোমা হামলার হুমকি ফোন আসে। ইস্ট কোস্ট রোড এলাকার পুলিশ জানিয়েছে, ফোন করে হুমকিদাতা জানান, অভিনেতার বাড়িতে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি করে। কিন্তু কিছু মেলেনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ