Advertisement
Advertisement
Madrassa

লাগাতার ধর্ষণ, জোর করে গর্ভপাত! মৌলবীর ‘লালসার শিকার’ মাদ্রাসা ছাত্রী

এই জঘন্য় অপরাধে মৌলবীর স্ত্রীও যুক্ত বলে অভিযোগ।

Madrassa Student harrased, Forced To Undergo Abortion; Cleric Arrested

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 5, 2025 2:12 pm
  • Updated:July 5, 2025 2:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন ধর্ষণ। গর্ভবতী হয়ে পড়লে জোর করে গর্ভপাত! এক মৌলবীর বিরূদ্ধে এমনই অভিযোগ এনেছেন এক মাদ্রাসা ছাত্রী। ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। এই ঘটনা উত্তরপ্রদেশের মিরাটের এক মাদ্রাসার। 

Advertisement

জানা, বছর বাইশের নির্যাতিতা তরুণী বিহারের বাসিন্দা। তিন বছর আগে তিনি মাদ্রাসায় এসেছিলেন। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, বহুবার ওই মৌলবী তাঁকে ধর্ষণ করেন। গর্ভবতী হয়ে পড়লে জোর করে গর্ভপাত করিয়ে দেন। এমনকী এই জঘন্য় অপরাধে মৌলবীর স্ত্রীও যুক্ত বলে অভিযোগ। তিনিও একাধিকবার প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন।

এই ঘটনা নিয়ে মিরাটের এসপি আয়ুষ বিক্রম সিং জানিয়েছেন, নির্যাতিতা তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই তরুণী আর অভিযুক্ত সম্পর্কে আত্মীয়। সমস্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। গতকাল শুক্রবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ