Advertisement
Advertisement

খুচরোর অভাবে সুলভ শৌচাগারে চেক দিলেন এই ব্যক্তি

‘ক্যাশলেস’ ভারতের অগ্রগতির সোপান বলেও খোরাক করা হয় ছবিটি নিয়ে।

Madurai Man Writes Cheque For Rs. 5 After Using Public Toilet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 6, 2016 2:19 pm
  • Updated:December 6, 2016 2:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলকে কেন্দ্র করে টাকার অভাব দেখা দিয়েছে গোটা দেশ জুড়ে। খুচরো সমস্যায় যখন জেরবার হচ্ছেন সাধারণ মানুষ, তখনই মাদুরাইয়ের এক ব্যক্তি সুলভ শৌচালয় ব্যবহার করতে গিয়ে রীতিমতো নজির গড়ে ফেললেন।

Advertisement

একদিকে হাতে নেই খুচরো। অন্যদিকে প্রকৃতির জরুরি তলব। কী করবেন? অন্য কোনও উপায় না দেখে পাবলিক টয়লেটের নামে ৫ টাকার একটা চেক কেটে ফেললেন ব্যক্তি।

আর শৌচালয়ের নামে কাটা এই পাঁচ টাকার চেকের ছবিই হয়ে গিয়েছে ভাইরাল। গত ২ ডিসেম্বর বি মুরলীধরন নামের এক ব্যক্তি ছবিটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করলে প্রায় সাথে সাথেই ছবিটি ভাইরাল হয়ে যায়। ‘ক্যাশলেস’ ভারতের অগ্রগতির সোপান বলেও খোরাক করা হয় ছবিটিকে নিয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement