Advertisement
Advertisement
Maha Kumbh 2025

মহাকুম্ভে প্রয়াগরাজে আসছেন স্টিভ জোবসের স্ত্রী, করবেন কল্পবাস

মহন্ত কৈলাসা নন্দগিরি মহারাজের শিষ্যা ৬১ বছরের মার্কিন ধনকুবের।

Maha Kumbh 2025: Apple founder's wife Laurene Powell Jobs will perform tapasya
Published by: Hemant Maithil
  • Posted:January 12, 2025 1:39 pm
  • Updated:January 12, 2025 1:40 pm   

হেমন্ত মৈথিল: আগামিকাল, সোমবার থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। সারা পৃথিবীর বিনোদন, রাজনীতি এবং অন্যান্য ক্ষেত্রের প্রভাবশালীরাও একত্রিত হবেন প্রয়াগরাজে। আর সেই তালিকায় থাকছেন পাওয়েল জোবসও। অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের স্ত্রী। সোমবারই তিনি মহাকুম্ভে আসছেন। মগ্ন হবেন তপস্যা, সাধনা, ধ্যান ও অন্যান্য আধ্যাত্মিক ক্রিয়াকলাপে।

Advertisement

এই নিয়ে দ্বিতীয়বার পাওয়েল ভারতে আসবেন। জানা গিয়েছে তিনি থাকবেন নিরাঞ্জনি আখড়াতে। তিনি মহন্ত কৈলাসা নন্দগিরি মহারাজের শিষ্যা। নন্দগিরি মহারাজ তাঁকে নিজের কন্যা বলে উল্লেখ করেন। মহাকুম্ভের সময় তাঁর ভারতে আসার পিছনে উদ্দেশ্যই হল হিন্দু ধর্মের ধার্মিক ও আধ্যাত্মিক চেতনাকে বোঝা। কেবল তাই নয়, সাধ্বী হিসেবে কল্পবাসও করবেন ৬১ বছরের মার্কিন ধনকুবের। প্রসঙ্গত, কল্পবাস শুরু হবে পৌষের ১১তম দিন থেকে। তা চলবে মাঘের ১২তম দিন পর্যন্ত। বিশ্বাস, ধনু থেকে মকর রাশিতে এই সময়ে যাত্রা করবেন সূর্যদেব। কল্পবাসের মধ্যবর্তী এই দিনটি আসলে ব্রহ্মদেবের কল্পে কাটানোএকটি দিনের সমান।

উল্লেখ্য, মহাকুম্ভ ২০২৫ উপলক্ষে আগত পুণ্যার্থীদের নিরাপত্তার পাশাপাশি পরিষেবায় যাতে কোনও খামতি না থাকে তাঁর জন্য উঠে পড়ে লেগেছে সরকার। আনুমানিক ৪০ থেকে ৫০ কোটি মানুষ গত ৪৫ দিনে এখানে উপস্থিত হবেন বলে মনে করছে উত্তরপ্রদেশ প্রশাসন। তাঁদের জন্য টয়লেট, তাবু-সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি রাখা হয়েছে নানা বিনোদনের ব্যবস্থাও। মহাকুম্ভে স্নানপর্বের সময় জল, স্থল ও আকাশ ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্রাথমিক ভাবে প্রয়াগরাজ জংশন-সহ এই ডিভিশনের সমস্ত স্টেশনের সংস্কারে হাত লাগিয়েছে রেল। সংস্কারের মধ্যে যেমন রয়েছে সৌন্দর্যায়ন, তেমনই আছে যাত্রী স্বাচ্ছন্দে নানা ব্যবস্থা। দীর্ঘ সফরের যাত্রীদের ক্লান্তি কাটাতে উত্তর-মধ্য রেলের তরফে প্রয়াগরাজ জাংশনে গড়ে তোলা হয়েছে একটি অত্যাধুনিক গেমিং জোন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ