Advertisement
Advertisement

Breaking News

Maharashtra

মত্ত ছিলেন বান্ধবী, তার জেরেই দুর্ঘটনা, অন্য গল্প শোনালেন আমলা-পুত্র বিজেপি নেতা

বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ নিয়েই দ্বন্দ্ব?

Maharashtra Bureaucrats son dismisses all allegations by his girlfriend | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 16, 2023 9:12 pm
  • Updated:December 16, 2023 9:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) আমলা অনিল গায়কোয়াড়ের পুত্র এবং বিজেপি নেতা অশ্বজিৎ গায়কোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেমিকা প্রিয়াকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা করেছেন। যার জেরে গুরুতর আহত ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রিয়ার দাবি, সেখানেও আতঙ্কে রয়েছেন তিনি। প্রেমিক অশ্বজিতের বন্ধুরা হাসপাতালে এসে তাঁর বোনকে শাসাচ্ছেন, মামলা তোলার জন্য চাপ দিচ্ছেন। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আমলা-পুত্র গেরুয়া নেতা। কী দাবি করছেন তিনি?

Advertisement

মহারাষ্ট্র সরকারের রাজ্য সড়ক উন্নয়ন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর অনিল গায়কোয়াড়ের পুত্র অশ্বজিৎ। থানে জেলার বিজেপি যুবমোর্চার প্রেসিডেন্টও তিনি। অশ্বজিতের দাবি, প্রিয়া তাঁর প্রেমিকাই নয়, ভালো বন্ধু। আরও দাবি করেছেন, টাকার লোভে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন প্রিয়া। এমনকী বান্ধবীই মত্ত অবস্থায় তাঁকে হেনস্তা করেছে বলেও দাবি করেছেন তিনি। এই ঘটনা গত ১১ ডিসেম্বরের। কিন্তু দুর্ঘটনা কীভাবে?

 

[আরও পড়ুন: সংসদে হামলার প্রতিবাদ করায় নয়, অন্য কারণে সাসপেন্ড বিরোধী সাংসদরা, সাফাই বিড়লার]

 

প্রিয়া জেদ করে গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। তাঁকে সরে যেতে বলা হলেও সরেননি। এর পর গাড়ি ঘোরাতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়। যদিও সোশাল মিডিয়ায় সম্পূর্ণ ভিন্ন কথা জানিয়েছেন প্রিয়া। তাঁর কথায়, অশ্বজিতের সঙ্গে গত চার বছর ধরে প্রেমের সম্পর্ক তাঁর। ঘটনার দিন পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনিও। সেখানে বচসার পর তাঁকে প্রথমে মারধর করেন প্রেমিক। এর পর অশ্বজিতের নির্দেশে গাড়ির চালক তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। প্রিয়া আরও দাবি করেছেন, প্রেমিক বিবাহিত হলেও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তা লোকান। অশ্বজিতের স্ত্রীর নাম কৃতিকা। গোটা বিষয়টা প্রিয়ার কাছেও প্রথমে লোকান বিজেপি নেতা। স্ত্রীকে বিচ্ছেদের পর প্রিয়াকে বিয়ের প্রতিশ্রুত দিয়েছিলেন। এভাবেই দাবি ও পালটা দাবিতে চর্চায় মহারাষ্ট্রের আমলা-পুত্র তথা বিজেপি নেতা এবং তাঁর সুন্দরী বান্ধবী।

 

[আরও পড়ুন: ভাঁড়ে মা ভবানী, এবার দেশের নামে চাঁদা চাইবে কংগ্রেস]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ