Advertisement
Advertisement
Maharashtra

রূপোলি থালায় পাঁচ হাজারের খাবার! অতিথিদের জন্য এলাহি আয়োজন করে নিশানায় মহারাষ্ট্র সরকার

এই জাকজমক অনুষ্ঠানের জন্য সরকারের কোষাগার থেকে কমপক্ষে ২৭ লক্ষ টাকা খরচ হয়েছে।

Maharashtra government host a feast for guests worth Rs 5,000 on a silver plate
Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 26, 2025 3:42 pm
  • Updated:June 26, 2025 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে সরকারি অনুষ্ঠানের খানাপিনায় এলাহি আয়োজন! রূপোর থালায় পাঁচ হাজার টাকার খাবার পরিবেশন অতিথিদের জন্য। এই খবর প্রকাশ্যে আসতেই এনডিএ জোট সরকারকে নিশানা করেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, এমনিতেই সরকারে ভাঁড়ারে টান পড়ছে। আর এর মধ্যেই এলাহি খানাপিনার জন্য বিপুল টাকা খরচা করা হচ্ছে।

মহারাষ্ট্র বিধানসভায় পার্লামেন্ট এসটিমেটস কমিটির প্ল্যাটিনাম জুবিলির মিটিংয়ের আয়েজন করা হয়েছিল। দু’দিনের এই অনুষ্ঠানের সূচনা করেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সারাদেশ থেকে প্রায় ৬ হাজার জন অতিথি এই মিটিংয়ে যোগ দিয়েছিলেন। কংগ্রেসের অভিযোগ, প্রত্যেক অতিথির জন্য ৫ হাজার টাকা মূল্যের খাওয়াদাওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে ৫৫০ টাকা করে ওই রূপোলি প্লেটগুলি ভাড়া নেওয়া হয় বলে অভিযোগ।

অনুষ্ঠানটিকে ‘অতিরিক্ত ব্যয়’ বলে অভিহিত করে মহারাষ্ট্র কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার অভিযোগ, “যে সময় দাঁড়িয়ে রাজ্যের কোষাগার প্রায় শূন্য। ঠিক সেই সময়ই অতিথিদের আমন্ত্রণ করে রূপোলি থালায় খাবার পরিবেশন করা হচ্ছে।” কংগ্রেস নেতার প্রশ্ন, এই সময়ে রূপোলি থালায় খেতে দেওয়াটা কি খুবই দরকার ছিল? কংগ্রেসের অভিযোগ, বর্তমানে রাজ্যে কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না, সরকারি কর্মীদের বোনাস দেওয়া হচ্ছে না, বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্পের বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে। সেই সময়ই সরকার অতিথিদের এলাহি আপ্যায়নে ব্যস্ত।

এক সমাজকর্মী দাবি করেছেন, এই জাকজমক অনুষ্ঠানের জন্য সরকারের কোষাগার থেকে কমপক্ষে ২৭ লক্ষ টাকা খরচ হয়েছে। এলাহি অনুষ্ঠানের জন্য সাধারণ মানুষের করের টাকা খরচা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement